ETV Bharat / state

udayan vs bjp : কোচবিহারের প্রতিটি থানায় উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে বিজেপি

author img

By

Published : Aug 9, 2021, 4:37 PM IST

উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেন বিজেপি নেত্রী মালতী রাভা ৷ সাংবাদিক সম্মেলন করে বিজেপির তরফে অভিযোগ করা হয়, উদয়ন গুহ উস্কানিমূলক মন্তব্য করছেন ৷ পুলিশ কোনও পদক্ষেপ করছে না ৷ তাই বিজেপির তরফেই জেলার প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে ৷

উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেন বিজেপি নেত্রী মালতী রাভা ৷
উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেন বিজেপি নেত্রী মালতী রাভা ৷

কোচবিহার, 9 অগস্ট : উদয়ন গুহর বিরুদ্ধে কোচবিহার জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি । সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্ব জানায়, দিনহাটার প্রাক্তন বিধায়ক বিভিন্ন মিটিং-মিছিল এবং সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করছেন । তার জন্য তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ছিল ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি ৷ তাই জেলার প্রতিটি থানায় উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপির তরফেই অভিযোগ দায়ের করা হবে ৷

বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতি রাভা বলেন, "উস্কানিমূলক মন্তব্য করার জন্য উদয়ন গুহের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে চলেছি আমরা ।" পাশাপাশি তাঁর পালটা হুঁশিয়ারি, "এগুলো বন্ধ না হলে পালটা বিজেপি কর্মীরা পথে নামবেন ।" গোটা বিষয়টি নিয়ে উদয়ন গুহ অবশ্য বলেন, "কে কী করবেন সেটা তাঁদের নিজস্ব ব্যাপার । এনিয়ে আমি চিন্তিত নই ।"

বিজেপির তরফে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ । দিনকয়েক আগেও ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের পাশাপাশি হামলার ঘটনায় দিনহাটার বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন সোশ্যাল মিডিয়ায় । এই পোস্ট ঘিরে হইচই পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের হুঁশিয়ারি দেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ।

উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেন বিজেপি নেত্রী মালতী রাভা ৷

রবিবার রাতে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে উদয়ন বলেন, "আপনারা আমাদের বাঁশ দেবেন । বাঁশ নিয়ে আক্রমণ করবেন । আর আমরা কী আপনাদের রজনীগন্ধা দেব । রজনীগন্ধা স্টিক দেব । বাঁশঝাড় আমরাও চিনি । আমরাও বসে থাকব না ।" তিনি বিজেপির বুথ কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "সতর্ক হয়ে যান । নাহলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে । যদি মনে করেন উদয়ন গুহ গুন্ডা, তাহলে তিনি গুন্ডা । ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আর আমারা বসে থাকব এটা হতে পারে না । তাই বিজেপি কর্মীদের সাবধান করে দেওয়া হচ্ছে ।"

উদয়ন গুহের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে । এরপরই এদিন সাংবাদিক বৈঠক করে জেলার বিভিন্ন থানায় উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলেন বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন : bjp movement : সোমবার থেকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি

কোচবিহার, 9 অগস্ট : উদয়ন গুহর বিরুদ্ধে কোচবিহার জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি । সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্ব জানায়, দিনহাটার প্রাক্তন বিধায়ক বিভিন্ন মিটিং-মিছিল এবং সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য করছেন । তার জন্য তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত ছিল ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপই করেনি ৷ তাই জেলার প্রতিটি থানায় উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপির তরফেই অভিযোগ দায়ের করা হবে ৷

বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতি রাভা বলেন, "উস্কানিমূলক মন্তব্য করার জন্য উদয়ন গুহের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করতে চলেছি আমরা ।" পাশাপাশি তাঁর পালটা হুঁশিয়ারি, "এগুলো বন্ধ না হলে পালটা বিজেপি কর্মীরা পথে নামবেন ।" গোটা বিষয়টি নিয়ে উদয়ন গুহ অবশ্য বলেন, "কে কী করবেন সেটা তাঁদের নিজস্ব ব্যাপার । এনিয়ে আমি চিন্তিত নই ।"

বিজেপির তরফে অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ । দিনকয়েক আগেও ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের পাশাপাশি হামলার ঘটনায় দিনহাটার বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন সোশ্যাল মিডিয়ায় । এই পোস্ট ঘিরে হইচই পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের হুঁশিয়ারি দেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ।

উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার কথা জানালেন বিজেপি নেত্রী মালতী রাভা ৷

রবিবার রাতে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে উদয়ন বলেন, "আপনারা আমাদের বাঁশ দেবেন । বাঁশ নিয়ে আক্রমণ করবেন । আর আমরা কী আপনাদের রজনীগন্ধা দেব । রজনীগন্ধা স্টিক দেব । বাঁশঝাড় আমরাও চিনি । আমরাও বসে থাকব না ।" তিনি বিজেপির বুথ কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "সতর্ক হয়ে যান । নাহলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে । যদি মনে করেন উদয়ন গুহ গুন্ডা, তাহলে তিনি গুন্ডা । ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আর আমারা বসে থাকব এটা হতে পারে না । তাই বিজেপি কর্মীদের সাবধান করে দেওয়া হচ্ছে ।"

উদয়ন গুহের এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে । এরপরই এদিন সাংবাদিক বৈঠক করে জেলার বিভিন্ন থানায় উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলেন বিজেপি নেতৃত্ব ।

আরও পড়ুন : bjp movement : সোমবার থেকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.