কোচবিহার, 7 মার্চ: তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটার ভেটাগুড়ি বাজার এলাকায় । পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের ভেটাগুড়ি-1 অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
দিনহাটা ভেটাগুড়িতে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি । আর এই ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা চলছে । বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে গন্ডগোল । এর আগে বেশ কয়েকবার এই ভেটাগুড়ি বাজারে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে । এরই মধ্যে শনিবার রাতে ভেটাগুড়ি-1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ । কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় ।
আরও পড়ুন: 350 বাসে জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী 50 হাজার মানুষ, দাবি বিজেপির
এমনকি ভেটাগুড়ি-1 তৃণমূল অঞ্চল সভাপতি অনন্ত বর্মনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ । তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আমাদের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছুড়েছে।" পুলিশের সামনে এ ধরনের ঘটনা ঘটানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।