কোচবিহার, 8 ডিসেম্বর : বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধের মধ্যেই তাদের একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার ছয় নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ার ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
দিনহাটার ছয় নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ায় দীর্ঘদিন ধরেই বিজেপির একটি কার্যালয় রয়েছে । এর আগে একাধিকবার বিজেপির এই কার্যালয়ে হামলা চালনার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সম্প্রতি সেই কার্যালয় সংস্কার করা হচ্ছিল। নতুন ঘর তৈরি হচ্ছিল । এরই মাঝে মঙ্গলবার দুপুরে ওই কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় সাহা বলেন, তৃণমূল নেতা জয়দীপ ঘোষের নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন : কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ
দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, অভিযোগ ভিত্তিহীন। কে ভাঙচুর চালিয়েছে জানা নেই। তবে নর্দমার উপর যেভাবে পার্টি অফিস তৈরি করা হচ্ছিল সেটা বেআইনি । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।
কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি এলাকায়। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস ৷