কোচবিহার, 10 ফেব্রুয়ারি: শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee meeting in Mathabhanga) । তার আগে নাম না-করে অভিষেকের এই সভা নিয়ে সমাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভায় যাতে কেউ না-যান সেই অনুরোধও করেছেন মাথাভাঙার এই বিধায়ক (BJP MLA Sushil Barman) ৷
সোশাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো বার্তায় যদিও অভিষেকের নাম সরাসরি করেননি এই বিজেপি বিধায়ক ৷ তিনি বলেন, "এক কয়লা ভাইপো উত্তরবঙ্গের মাথাভাঙ্গায় গিয়ে জনসভা করবেন ৷ মাথাভাঙ্গায় জনসভা করার অধিকার কয়লা ভাইপোর নেই । কয়লা ভাইপো বলেছেন, উত্তরবঙ্গ বলে কোনও কিছুই নেই । উত্তরবঙ্গের নাম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে । উত্তরবঙ্গের মাটিকে সে চেনে না। উত্তরবঙ্গ আমাদের প্রাণ, আমাদের মাতৃভূমি । সেই মাটিকে অপমান করছ, ধুলোর সাথে মিশিয়ে দিতে চায় কয়লা ভাইপো ।"
অভিষেকের সভায় কেউ যাতে না যান, সেই যাওয়ার বার্তাও দিয়েছেন সুশীল বর্মন ৷ বলেছেন, "ওর জনসভায় একজন মানুষও যাবেন না ৷ উনি আমাদের অপমান করেছেন ।" তৃণমূল কংগ্রেসকে তিনি 'টাকা মারা কোম্পানি' বলেও উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, উত্তরবঙ্গের সম্পত্তি, স্বাস্থ্য, শিল্প-কলকারখানা সব চুরি করেছে টিএমসি ৷ উত্তরবঙ্গের মানুষের চাকরির চুরি করেছে ৷ খেয়েছে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা, গ্রামের ছোট ছোট রাস্তার কাজের টাকা ৷
আরও পড়ুন: বাম আমলে ত্রিপুরায় ছিল তমসাচ্ছন্ন পরিবেশ, গত 5 বছরে আরও ক্ষতি করেছে বিজেপি: অভিষেক
সুশীল বর্মনের কথায়, "এবার কোচবিহারের মানুষের মাথায় টুপি পরাতে আসছে ৷ আরও আমাদের কী কী যে চুরি করে খাবে । উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের সম্পত্তিগুলি চুরি করে নিচ্ছে তৃণমূল । কী চুরি করেনি এই টিএমসি কোম্পানি, কোন জিনিসটা চুরি করেনি? কেন্দ্রীয় সরকারের দিল্লির আবাস যোজনার ঘর, গ্রামের রাস্তা, একশো দিনের কাজের টাকা, কয়লা, পাথর, বালি, গরু সবকিছু চুরি করে টাকার পাহাড় বানাচ্ছে । আজ আমাদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছে । আর ওরা টাকার পাহাড় বানিয়ে বড়লোক হয়েছে । উত্তরবঙ্গের মানুষ আমরা, এই অপমান সহ্য করব না ।"
উল্লেখ্য, মাস কয়েক আগে উত্তরবঙ্গে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ভাগাভাগি নয়, একটাই বাংলা পশ্চিমবাংলা ৷ তাঁর এই মন্তব্য প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর ভিডিয়ো বার্তায় বিঁধেছেন সুশীল বর্মন ৷ কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উন্নয়ন করতে চাইলেও তৃণমূল তা করতে দিচ্ছে না-বলেও অভিযোগ মাথাভাঙার বিধায়কের ৷