ETV Bharat / state

বাজারে মাস্ক বিলি কোচবিহারের বিজেপি বিধায়কের - corona

জেলার সবথেকে বড় বাজার ভবানীগঞ্জে মাস্ক বিলি করলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে ৷ ক্রেতা, বিক্রেতাদের নিজের হাতে পরিয়ে দিলেন মাস্ক ৷ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি ৷

BJP MLA of coochbehar south distributes mask at market place
বাজারে মাস্ক বিলি কোচবিহারের বিজেপি বিধায়কের
author img

By

Published : Jun 5, 2021, 6:58 PM IST

কোচবিহার, 5 জুন : রাস্তায় বেরিয়ে মাস্ক বিলি করলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে ৷ শনিবার সকালে কোচবিহার জেলার বৃহত্তম বাজার ভবানীগঞ্জে গিয়ে মাস্ক না পরে থাকা ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিয়ে দিলেন তিনি ৷

পরে তাঁদের এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে মাস্ক অবশ্যই পরা দরকার ৷ কিন্তু বাজারে আসা বহু মানুষ সেই স্বাস্থ্যবিধি মানছেন না ৷ তাই বাজারে আসা ক্রেতা, বিক্রেতাদের মাস্ক পরিয়ে সচেতন করা হচ্ছে ৷’’

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এখনও 2 হাজারের বেশি সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷ জেলার বিভিন্ন হাসপাতালে 174 জন ভর্তি রয়েছেন করোনার সংক্রমণ নিয়ে ৷ বাকিরা সেফ হোমে অথবা হোম আইসোলেশনে রয়েছেন ৷ আক্রান্তদের অধিকাংশই কোচবিহার সদরের বাসিন্দা ৷

আরও পড়ুন : রায়গঞ্জে মাস্ক বিলি ট্রাফিক পুলিশের

তথ্য বলছে, শুক্রবারও জেলায় নতুন করে 243 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ জেলার বৃহত্তম ভবানীগঞ্জ বাজারের বেশ কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তারপরও হুঁশ ফেরেনি বাকিদের ৷ এমনকী, ক্রেতারাও অনেকেই নিয়মের তোয়াক্কা করছেন না ৷ আর সেই কারণেই বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক বিলির সিদ্ধান্ত নেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে ৷ এদিন সকালে অনুগামীদের সঙ্গে নিয়ে মাস্ক বিলি করেন তিনি ৷

কোচবিহার, 5 জুন : রাস্তায় বেরিয়ে মাস্ক বিলি করলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে ৷ শনিবার সকালে কোচবিহার জেলার বৃহত্তম বাজার ভবানীগঞ্জে গিয়ে মাস্ক না পরে থাকা ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরিয়ে দিলেন তিনি ৷

পরে তাঁদের এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে মাস্ক অবশ্যই পরা দরকার ৷ কিন্তু বাজারে আসা বহু মানুষ সেই স্বাস্থ্যবিধি মানছেন না ৷ তাই বাজারে আসা ক্রেতা, বিক্রেতাদের মাস্ক পরিয়ে সচেতন করা হচ্ছে ৷’’

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এখনও 2 হাজারের বেশি সক্রিয় করোনা রোগী রয়েছেন ৷ জেলার বিভিন্ন হাসপাতালে 174 জন ভর্তি রয়েছেন করোনার সংক্রমণ নিয়ে ৷ বাকিরা সেফ হোমে অথবা হোম আইসোলেশনে রয়েছেন ৷ আক্রান্তদের অধিকাংশই কোচবিহার সদরের বাসিন্দা ৷

আরও পড়ুন : রায়গঞ্জে মাস্ক বিলি ট্রাফিক পুলিশের

তথ্য বলছে, শুক্রবারও জেলায় নতুন করে 243 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ জেলার বৃহত্তম ভবানীগঞ্জ বাজারের বেশ কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ তারপরও হুঁশ ফেরেনি বাকিদের ৷ এমনকী, ক্রেতারাও অনেকেই নিয়মের তোয়াক্কা করছেন না ৷ আর সেই কারণেই বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক বিলির সিদ্ধান্ত নেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে ৷ এদিন সকালে অনুগামীদের সঙ্গে নিয়ে মাস্ক বিলি করেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.