কোচবিহার, 28 ডিসেম্বর: তৃণমূলের পঞ্চায়েত প্রধানর মায়ের নাম, বাবার নাম, নিজেদের আত্মীয়দের নাম ঘরের তালিকায় রয়েছে, যাদের দুই তিনটি গাড়ি রয়েছে তাদেরও নাম রয়েছে ৷ কিন্তু সাধারণ মানুষের নাম নেই আবাস যোজনায় তালিকায় । এমনই অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা কর্মী-সমর্থকরা । কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় বিডিও অফিসে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিডিও-এর দফতর ঘিরে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP Demonstration after Poor villages Names Missing from Awas Yojana List) ।
বিজেপি নেতারা জানান, বহু গরিব মানুষের নাম তালিকায় নেই । বেছে বেছে বিজেপির কর্মী-সমর্থকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । বিজেপি জলপাইগুড়ির জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় জানান, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়ত সদস্য ও তাদের আত্মীয়দের নামে ঘরের তালিকা রয়েছে ৷ কিন্তু গরিব মানুষের নাম সেই তালিকায় নেই । এনিয়ে এদিন তাঁরা একটি বিক্ষোভ মিছিলও করেন । বিডিও দফতরের বাইরে দলীয় নেতারা ক্ষোভ উগরে দেন । এই তালিকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের নাম বাতিল করে সংশোধন করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং কোর্টের দ্বারস্থ হবে বিজেপি, এমনট হুশিয়ারিও দেওয়া হয় ।
আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই পাঁচটি পঞ্চায়েতের বাসিন্দাদের, আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের