কোচবিহার, 6 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত মাথাভাঙায় । মাথাভাঙায় বিজেপির বুথ সভাপতিকে তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে বেধড়ক মারধর ৷ অভিযোগ অস্বীকার করল তৃণমূল ।
মাথাভাঙার বিজেপি বুথ সভাপতি শৈলেন মোদকের পঞ্চানন মোড় এলাকায় দোকান রয়েছে ৷ প্রতিদিনের মতোই, শনিবারও দোকানে বসেছিলেন তিনি । হঠাৎই তৃণমূলকর্মীরা তাঁর দোকান বন্ধ করে দিয়ে তাঁকে টেনে হিচড়ে দোকান থেকে বের করে আনে বলে অভিযোগ ৷ এরপর শৈলেনবাবুকে এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করে তৃণমূল কর্মীরা ৷ স্থানীয়রা সেখান থেকে তাঁকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন । মাথায় চোট পাওয়ার কারণে তাঁকে কোচবিহারে রেফার করা হয় ৷ শৈলন মোদকের অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই তৃণমূল কর্মীরা তাঁর উপর হামলা করেছেন ৷ অপরদিকে, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
স্থানীয় তৃণমূল নেতা চন্দ্রশেখর রায় বসুনিয়া অভিযোগ অস্বীকার করে জানান, "পঞ্চানন মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি শান্তিপূর্ণ মিছিলে হামলা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । বিভিন্নভাবে ওই এলাকায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করছে বিজেপি । মারধরের ঘটনায় তৃণমূল জড়িত নেই ।" অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ ।