কোচবিহার, 29 জুলাই : কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতাদের মারধরের অভিযোগে কোচবিহারের সাতমাইল বাজারে অবরোধ করল BJP ৷ অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙা ও কোচবিহার-শিলিগুড়ি রুটে যানচলাচল ব্যাহত হয় ৷ BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কার্যালয় ভাঙচুর করেছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাদের পালটা অভিযোগ, মোয়ামারিতে তৃণমূলের অফিস ভাঙচুর করেছে BJP ৷
গতরাতে সাতমাইল বাজারে BJP অফিসে ভাঙচুর চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ এমন কী BJP-র বুথ সভাপতি তাপস বর্মণ ও মণ্ডল সম্পাদক মানিক দাসকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার প্রতিবাদেই সাতমাইল বাজারে অবরোধ করেন দলের নেতা-কর্মীরা৷
BJP-র কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় অফিস ভাঙচুর করেছে ৷ নেতাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে ৷ তাই দলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে অবরোধ করেছে ৷"
তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ BJP-র লোকজন আমাদের অফিস ভাঙচুর করেছে ৷"