ETV Bharat / state

কোচবিহারে BJP-র অফিস ভাঙচুর, প্রতিবাদে অবরোধ

author img

By

Published : Jul 29, 2019, 2:18 PM IST

কোচবিহারের সাতমাইল বাজারে BJP অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ নেতাদের মারধরেরও অভিযোগ উঠেছে ৷ এর প্রতিবাদে অবরোধ করেন স্থানীয় BJP নেতা-কর্মীরা৷

কোচবিহারে BJP-র অফিস ভাঙচুর, প্রতিবাদে অবরোধ

কোচবিহার, 29 জুলাই : কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতাদের মারধরের অভিযোগে কোচবিহারের সাতমাইল বাজারে অবরোধ করল BJP ৷ অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙা ও কোচবিহার-শিলিগুড়ি রুটে যানচলাচল ব্যাহত হয় ৷ BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কার্যালয় ভাঙচুর করেছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাদের পালটা অভিযোগ, মোয়ামারিতে তৃণমূলের অফিস ভাঙচুর করেছে BJP ৷

গতরাতে সাতমাইল বাজারে BJP অফিসে ভাঙচুর চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ এমন কী BJP-র বুথ সভাপতি তাপস বর্মণ ও মণ্ডল সম্পাদক মানিক দাসকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার প্রতিবাদেই সাতমাইল বাজারে অবরোধ করেন দলের নেতা-কর্মীরা৷

BJP-র কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় অফিস ভাঙচুর করেছে ৷ নেতাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে ৷ তাই দলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে অবরোধ করেছে ৷"

তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ BJP-র লোকজন আমাদের অফিস ভাঙচুর করেছে ৷"

কোচবিহার, 29 জুলাই : কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতাদের মারধরের অভিযোগে কোচবিহারের সাতমাইল বাজারে অবরোধ করল BJP ৷ অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙা ও কোচবিহার-শিলিগুড়ি রুটে যানচলাচল ব্যাহত হয় ৷ BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কার্যালয় ভাঙচুর করেছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাদের পালটা অভিযোগ, মোয়ামারিতে তৃণমূলের অফিস ভাঙচুর করেছে BJP ৷

গতরাতে সাতমাইল বাজারে BJP অফিসে ভাঙচুর চালানো হয় ৷ অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজ করেছে ৷ এমন কী BJP-র বুথ সভাপতি তাপস বর্মণ ও মণ্ডল সম্পাদক মানিক দাসকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনার প্রতিবাদেই সাতমাইল বাজারে অবরোধ করেন দলের নেতা-কর্মীরা৷

BJP-র কোচবিহার জেলা সহ সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলীয় অফিস ভাঙচুর করেছে ৷ নেতাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে ৷ তাই দলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে অবরোধ করেছে ৷"

তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ BJP-র লোকজন আমাদের অফিস ভাঙচুর করেছে ৷"

Intro:কোচবিহার : বিজেপির পার্টি অফিস ভাঙচুর এবং দলীয় নেতাদের তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় কোচবিহারের সাতমাইল বাজারে পথ অবরোধ করল বিজেপি নেতা কর্মীরা। সোমবার সকাল থেকে এই অবরোধ শুরু হলে কোচবিহার মাথাভাঙ্গা এবং কোচবিহার শিলিগুড়ি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলার ঘটনা ঘটিয়েছে। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পালটা অভিযোগ মোয়ামারিতে তৃনমুল এর পার্টি অফিসে ভাঙচুর করেছে বিজেপি।
Body:

জানা গিয়েছে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। জেলার প্রতিটি ব্লকেই কমবেশি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। বাড়িঘর ভাঙচুর থেকে থেকে পার্টি অফিস দখল পাল্টা দখলের অভিযোগ উঠেছে। এরই মধ্যে রবিবার রাতে সাতমাইল বাজার এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপির বুথ সভাপতি তাপস বর্মন এবং মন্ডল সম্পাদক মানিক দাস কে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা তৃনমুল এর পার্টি অফিসও ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে সাত মাইল বাজারে পথ অবরোধ করে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার পাশাপাশি নেতাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। তাই বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেন এই ঘটনায় অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগাযোগ নেই। তার পালটা দাবি বিজেপি তৃনমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।।#শুভঙ্কর সাহা।Conclusion:wb_crb_03_office bhangchur_script_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.