ETV Bharat / state

দিনহাটা শহরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোটরবাইক, টোটো, অটো - corona virus in dinhata

দিনহাটায় কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে । রাস্তায় দু'চাকা, তিন চাকার গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারি পৌরসভার তরফ থেকে ।

closed town
কোরোনা আতঙ্কে বন্ধ দিনহাটায়
author img

By

Published : Jun 1, 2020, 9:11 AM IST

Updated : Jun 1, 2020, 9:53 AM IST

কোচবিহার, 1 জুন : কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । আর সে কারণেই শনিবারে দিনহাটা শহরে মোটরসাইকেল, টোটো ও অটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল দিনহাটা পৌরসভা । সোমবারে নতুন কোনও ঘোষণা না হলে ওই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ ।

দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "দিনহাটাতে কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । তাই অপ্রয়োজনে মানুষ যাতে বের না হন সেজন্যই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।" জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত কোচবিহার জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 2 । এক দিনেই 32 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে । রবিবার নতুন করে 37 জন কোরোনায় সংক্রমিত হওয়ার খবর রয়েছে । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 55 ।

শনিবারে জেলার কোরোনা আক্রান্তদের শিলিগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এদের মধ্যে দিনহাটা মহকুমাতেই রয়েছে 51 জন কোরোনা আক্রান্ত । সকলেই পরিযায়ী শ্রমিক । রবিবারে কোরোনা আক্রান্তদের কোচবিহার পলিটেকনিক কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষনে রাখা হয়েছে । এদের ফের নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়ে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় দিনহাটা শহর সংলগ্ন গ্রাম কনটেইনমেন্ট জোনে পরিণত হয়েছে । এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । প্রতিদিন সকাল হতেই শহরের রাস্তায় ভিড় কারণে অকারণে জমায় হাজার হাজার মানুষ । দিনহাটা শহরে পৌরসভার তরফে টোটো-অটো-মোটর সাইকেল চালানোর নিষেধাজ্ঞা জারি করা হয় । সঙ্গে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা জারি হয়েছে শহরজুড়ে ।

কোচবিহার, 1 জুন : কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । আর সে কারণেই শনিবারে দিনহাটা শহরে মোটরসাইকেল, টোটো ও অটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল দিনহাটা পৌরসভা । সোমবারে নতুন কোনও ঘোষণা না হলে ওই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ ।

দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "দিনহাটাতে কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । তাই অপ্রয়োজনে মানুষ যাতে বের না হন সেজন্যই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।" জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত কোচবিহার জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 2 । এক দিনেই 32 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে । রবিবার নতুন করে 37 জন কোরোনায় সংক্রমিত হওয়ার খবর রয়েছে । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 55 ।

শনিবারে জেলার কোরোনা আক্রান্তদের শিলিগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এদের মধ্যে দিনহাটা মহকুমাতেই রয়েছে 51 জন কোরোনা আক্রান্ত । সকলেই পরিযায়ী শ্রমিক । রবিবারে কোরোনা আক্রান্তদের কোচবিহার পলিটেকনিক কোয়ারানটিন সেন্টারে পর্যবেক্ষনে রাখা হয়েছে । এদের ফের নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়ে দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ।

কোরোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় দিনহাটা শহর সংলগ্ন গ্রাম কনটেইনমেন্ট জোনে পরিণত হয়েছে । এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । প্রতিদিন সকাল হতেই শহরের রাস্তায় ভিড় কারণে অকারণে জমায় হাজার হাজার মানুষ । দিনহাটা শহরে পৌরসভার তরফে টোটো-অটো-মোটর সাইকেল চালানোর নিষেধাজ্ঞা জারি করা হয় । সঙ্গে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা জারি হয়েছে শহরজুড়ে ।

Last Updated : Jun 1, 2020, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.