ETV Bharat / state

Ananta Maharaj: পৃথক রাজ্য়ের দাবি করা গ্রেটার নেতা অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী - অনন্ত মহারাজ

মাত্র ক'দিন আগেই মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান শেষে পৃথক কোচবিহার রাজ্যের কথা তুলেছিলেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ ৷ ভাইফোঁটায় এবার তাঁর জন্য উপহার পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bhai Phonta gift for Ananta Maharaj from Mamata Banerjee) ৷

ETV Bharat
greater leader ananta maharaj
author img

By

Published : Oct 27, 2022, 4:51 PM IST

কোচবিহার, 27 অক্টোবর: গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ভাইফোঁটার দিন তাঁর জন্য উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে কোচবিহার চকচকা বড়গিলা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূল নেতা পরমানন্দ দাস । সম্প্রতি, ফের পৃথক রাজ্যের দাবি তুলেছেন গ্রেটার নেতা ৷ সেই আবহেই সৌহার্দ্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Bhai Phonta gift for Ananta Maharaj from Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রীর পাঠানো ধুতি-পাঞ্জাবি, চাদর, দই মিষ্টি ও ফুল এদিন তৃণমূল নেতৃত্বের তরফে তুলে দেওয়া হয় অনন্ত মহারাজের হাতে (Ananta Maharaj)। অনন্ত মহারাজও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠান উপহার গ্রহণ করেছেন ৷ মুখ্যমন্ত্রীর জন্যও তিনি পালটা উপহার হিসেবে ভিন রাজ্য থেকে আসা বিশেষ ধরনের একটি চাদর, গামছা ও এখানকার ঐতিহ্য পান-সুপারি তুলে দেন রবীন্দ্রনাথ ঘোষের হাতে ৷

আরও পড়ুন: তৃণমূল করতে গেলে চোর হতে হবে : অগ্নিমিত্রা পল

তবে এদিন দু'পক্ষের মধ্যে নতুন রাজ্য প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন । তারপর 2024 লোকসভা ভোট রয়েছে । পঞ্চায়েত ভোট যেমন তেমন হলেও লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে হলে রাজবংশী ভোটের প্রয়োজন রয়েছে তা গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভালোই বুঝতে পেরেছেন তৃণমূল নেত্রী । এই অবস্থায় গ্রেটার নেতা অনন্ত মহারাজকে কাছে টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

গ্রেটার নেতা অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

কিছুদিন আগে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বঙ্গভঙ্গ চান না ৷ যদিও সভা শেষ হতেই মঞ্চ থেকে নেমে অনন্ত মহারাজ পালটা জানিয়েছিলেন, পৃথক রাজ্যের দাবিতে তিনি অনড় । এরপরও ভাইফোঁটার দিন গ্রেটার নেতার বাড়িতে মুখ্যমন্ত্রীর উপহার পাঠানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

কোচবিহার, 27 অক্টোবর: গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ভাইফোঁটার দিন তাঁর জন্য উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে কোচবিহার চকচকা বড়গিলা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও তৃণমূল নেতা পরমানন্দ দাস । সম্প্রতি, ফের পৃথক রাজ্যের দাবি তুলেছেন গ্রেটার নেতা ৷ সেই আবহেই সৌহার্দ্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Bhai Phonta gift for Ananta Maharaj from Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রীর পাঠানো ধুতি-পাঞ্জাবি, চাদর, দই মিষ্টি ও ফুল এদিন তৃণমূল নেতৃত্বের তরফে তুলে দেওয়া হয় অনন্ত মহারাজের হাতে (Ananta Maharaj)। অনন্ত মহারাজও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠান উপহার গ্রহণ করেছেন ৷ মুখ্যমন্ত্রীর জন্যও তিনি পালটা উপহার হিসেবে ভিন রাজ্য থেকে আসা বিশেষ ধরনের একটি চাদর, গামছা ও এখানকার ঐতিহ্য পান-সুপারি তুলে দেন রবীন্দ্রনাথ ঘোষের হাতে ৷

আরও পড়ুন: তৃণমূল করতে গেলে চোর হতে হবে : অগ্নিমিত্রা পল

তবে এদিন দু'পক্ষের মধ্যে নতুন রাজ্য প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন । তারপর 2024 লোকসভা ভোট রয়েছে । পঞ্চায়েত ভোট যেমন তেমন হলেও লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে হলে রাজবংশী ভোটের প্রয়োজন রয়েছে তা গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভালোই বুঝতে পেরেছেন তৃণমূল নেত্রী । এই অবস্থায় গ্রেটার নেতা অনন্ত মহারাজকে কাছে টানতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

গ্রেটার নেতা অনন্ত মহারাজকে ভাইফোঁটার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

কিছুদিন আগে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বঙ্গভঙ্গ চান না ৷ যদিও সভা শেষ হতেই মঞ্চ থেকে নেমে অনন্ত মহারাজ পালটা জানিয়েছিলেন, পৃথক রাজ্যের দাবিতে তিনি অনড় । এরপরও ভাইফোঁটার দিন গ্রেটার নেতার বাড়িতে মুখ্যমন্ত্রীর উপহার পাঠানোর ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.