কোচবিহার, 12 এপ্রিল: কোচবিহার জেলায় নদী ভাঙন (Coochbihar river erosion) ঠেকাতে জেলার বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণে 11 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার । ওই টাকায় খুব শিগগিরই জেলার বিভিন্ন নদীতে নতুন বাঁধ নির্মাণ ও বেশ কিছু নদী বাঁধের সংস্কারের কাজ শুরু হবে । সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসীম চৌধুরী বলেন, ''নদী ভাঙন ঠেকাতে জেলাজুড়ে পুরনো বাঁধ মেরামত ও নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে (Rs 11 crore to prevent Coochbihar river erosion)। ইতিমধ্যে বেশকিছু কাজ শুরু হয়েছে । বর্ষার আগে যাতে সবকাজ শেষ করা যায়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে ।''
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় ছোট-বড় মিলিয়ে 30টির মতো নদী রয়েছে (Coochbihar news)। জেলায় মোট 1417 কিলোমিটার দীর্ঘ নদীবাঁধ রয়েছে । প্রতি বছরই জেলার বিভিন্ন এলাকায় নদীর জল ঢুকে চাষের জমি, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় । অথচ বেশিরভাগ ক্ষেত্রে সাময়িক ভাবে অস্থায়ী রূপে কাজ করা হয় । সেই কাজ বেশিদিন টেকে না । পরের বছর আবার কাজ করতে হয় । এতে টাকারও অপচয় হয় । তাই জেলার বিভিন্ন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে সেচ দফতর । তুফানগঞ্জের বালাভুত এলাকায় একটি নতুন বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে । 700 মিটার দৈঘ্যের এই বাঁধ নির্মাণে 2 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে । এ ছাড়া 7 কোটি 50 লক্ষ টাকায় দিনহাটার কাউরাই, মাথাভাঙার পাড়াডুবি এবং তুফানগঞ্জের কালজানি এলাকায় তিনটি নতুন বাঁধ তৈরির কাজ শুরু হবে ।
আরও পড়ুন: Cooch Behar River Bank Erosion : নদীভাঙনের গ্রাস থেকে বাঁচান, সেচ আধিকারিকদের পা ধরে আর্তি বৃদ্ধের
জেলার 14টি এলাকায় নদীবাঁধ সংস্কারের কাজ আগামী সপ্তাহ থেকে শুরু হবে । কোচবিহারে তোর্সা সুইস গেট সংলগ্ন এলাকা, মাথাভাঙা শহরের মানসাই নদীবাঁধ সংলগ্ন এলাকা, রায়ডাক সংলগ্ন বর্মনপাড়া, কালজানি, খাপাইডাঙা-সহ সবমিলিয়ে আনুমানিক দেড় কিলোমিটার এলাকা মেরামতের কাজ হবে । বর্ষার আগেই যাতে কাজগুলো শেষ করা যায় সে বিষয়ে উদ্যোগী সেচ দফতর ।