ETV Bharat / state

বিজেপি কার্যালয়ে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাদের একটি পথসভার জন্য দলীয় দপ্তরে এসে দেখেন দলীয় পতাকা মাটিতে পড়ে আছে । ছিঁড়ে ফেলা হয়েছে দলীয় কার্যালয়ের সামনে থাকা ফেস্টুন । এমনকী কার্যালয়ের টিনের দরজা ভাঙচুর করা হয়েছে ।

author img

By

Published : Apr 1, 2021, 4:19 PM IST

বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহার, 1 এপ্রিল : বিজেপি কার্যালয় ভাঙচুর ও দলের ফ্ল্যাগ, ফেস্টুন ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ 2 নং ব্লকের কাশিয়ারবাড়ি এলাকায় । বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাদের একটি পথসভার জন্য দলীয় দপ্তরে এসে দেখেন দলীয় পতাকা মাটিতে পড়ে আছে । ছিঁড়ে ফেলা হয়েছে দলীয় কার্যালয়ের সামনে থাকা ফেস্টুন । এমনকী কার্যালয়ের টিনের দরজা ভাঙচুর করা হয়েছে । বিষয়টি নিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ জানায় পুলিশ ৷ ঘটনাস্থানে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আরও পড়ুন : বেলা গড়াতে বুথ তদারকিতে মমতা; বয়ালে উত্তজেনা, সংঘর্ষ

বিজেপি নেতা সুদর্শন বর্মণ বলেন, ‘‘এলাকায় তৃণমূলের লোকজন নেই। তাই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে ।’’ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা স্বপন কুমার সাহা বলেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ।

কোচবিহার, 1 এপ্রিল : বিজেপি কার্যালয় ভাঙচুর ও দলের ফ্ল্যাগ, ফেস্টুন ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ 2 নং ব্লকের কাশিয়ারবাড়ি এলাকায় । বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাদের একটি পথসভার জন্য দলীয় দপ্তরে এসে দেখেন দলীয় পতাকা মাটিতে পড়ে আছে । ছিঁড়ে ফেলা হয়েছে দলীয় কার্যালয়ের সামনে থাকা ফেস্টুন । এমনকী কার্যালয়ের টিনের দরজা ভাঙচুর করা হয়েছে । বিষয়টি নিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ জানায় পুলিশ ৷ ঘটনাস্থানে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আরও পড়ুন : বেলা গড়াতে বুথ তদারকিতে মমতা; বয়ালে উত্তজেনা, সংঘর্ষ

বিজেপি নেতা সুদর্শন বর্মণ বলেন, ‘‘এলাকায় তৃণমূলের লোকজন নেই। তাই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে ।’’ যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা স্বপন কুমার সাহা বলেন, ‘‘অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.