ETV Bharat / state

কোচবিহারে কোটিপতি তৃণমূল প্রার্থীদের ছড়াছড়ি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্রের অধিকাংশ তৃণমূল প্রার্থীই কোটিপতি ৷ মনোনয়ন জমা দেওয়ার পর এই বিষয়টি জানা গিয়েছে ৷ যা নিয়ে কোচবিহারের অলিতেগলিতে জোর চর্চা ৷

bengal-election-2021-tmcs-millionaire-candidates-in-coochbehar
কোচবিহারে কোটিপতি তৃণমূল প্রার্থীদের ছড়াছড়ি
author img

By

Published : Mar 20, 2021, 4:52 PM IST

কোচবিহার, 20 মার্চ : বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া তৃণমূলের অধিকাংশ প্রার্থীই কোটিপতি । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ তৃণমূলের প্রার্থীরা যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাতে স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা। যদিও ওই প্রার্থীরা জানিয়েছেন আগে থেকেই তাঁদের প্রচুর জমিজমা ছিল। সেই জমিজমার দাম অনেকটা বেড়েছে। যার জন্য টাকার পরিমানও বেড়েছে।

তৃণমূল বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গত 5 মার্চ ৷ তার পর একে একে প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে শুরু করেছেন ৷ সেই মতো কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশের পর চক্ষুচড়ক গাছ কমিশনের ৷ তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি ৷ যেখানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মনের সম্পত্তি দু’কোটি টাকার বেশি ৷

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে ড্রেন পরিষ্কারে নামলেন কোচবিহার দক্ষিনের তৃণমূল প্রার্থী

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় যে হিসেব দিয়েছেন ৷ তাতে স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 2 কোটি 41 লাখ 55 হাজার টাকা । তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমানও প্রায় দেড় কোটি টাকা । কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের স্থাবর ও অস্থাবর মিলিয়ে 2 কোটি 37 লাখ 14 হাজার 800 টাকার সম্পত্তি রয়েছে। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমান 1 কোটি 74 লাখ 27 হাজার 691 টাকা । এছাড়া মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, সিতাই এর তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, দিনহাটার তৃণমুল বিধায়ক উদয়ন গুহ মনোনয়ন জমা দেওয়ার সময় যে হিসাব দিয়েছেন, তাতে তাঁদের সবারই সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি । শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায় এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থীদের সম্পত্তির হিসাব 50 লাখ টাকার বেশি। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘আমার দীর্ঘদিনের ব্যবসা রয়েছে। পুরনো জমির দাম অনেকটা বেড়েছে। এই সবকিছু মিলিয়েই সম্পত্তির পরিমান বেড়েছে।

কোচবিহার, 20 মার্চ : বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া তৃণমূলের অধিকাংশ প্রার্থীই কোটিপতি । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ তৃণমূলের প্রার্থীরা যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাতে স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা। যদিও ওই প্রার্থীরা জানিয়েছেন আগে থেকেই তাঁদের প্রচুর জমিজমা ছিল। সেই জমিজমার দাম অনেকটা বেড়েছে। যার জন্য টাকার পরিমানও বেড়েছে।

তৃণমূল বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গত 5 মার্চ ৷ তার পর একে একে প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে শুরু করেছেন ৷ সেই মতো কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের মনোনয়ন পেশের পর চক্ষুচড়ক গাছ কমিশনের ৷ তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি ৷ যেখানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মনের সম্পত্তি দু’কোটি টাকার বেশি ৷

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে ড্রেন পরিষ্কারে নামলেন কোচবিহার দক্ষিনের তৃণমূল প্রার্থী

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় যে হিসেব দিয়েছেন ৷ তাতে স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 2 কোটি 41 লাখ 55 হাজার টাকা । তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমানও প্রায় দেড় কোটি টাকা । কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের স্থাবর ও অস্থাবর মিলিয়ে 2 কোটি 37 লাখ 14 হাজার 800 টাকার সম্পত্তি রয়েছে। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমান 1 কোটি 74 লাখ 27 হাজার 691 টাকা । এছাড়া মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, সিতাই এর তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, দিনহাটার তৃণমুল বিধায়ক উদয়ন গুহ মনোনয়ন জমা দেওয়ার সময় যে হিসাব দিয়েছেন, তাতে তাঁদের সবারই সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি । শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায় এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থীদের সম্পত্তির হিসাব 50 লাখ টাকার বেশি। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘আমার দীর্ঘদিনের ব্যবসা রয়েছে। পুরনো জমির দাম অনেকটা বেড়েছে। এই সবকিছু মিলিয়েই সম্পত্তির পরিমান বেড়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.