ETV Bharat / state

শীতলকুচির বুথের ভোটকর্মীদের কাছ থেকে লিখিত ভাবে বিবরণ নিল জেলা প্রশাসন - শীতলকুচি বিধানসভা

মঙ্গলবার বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মহম্মদ আবদুল রহমান, ফার্স্ট পোলিং অফিসার অভিজিৎ বর্মন, সেকেন্ড পোলিং অফিসার দীপেন্দ্রনাথ রায়, থার্ড পোলিং অফিসার দিলীপ মজুমদার এবং সংশ্লিষ্ট জোড়পাটকি এলাকা থেকে আসা কর্মী মিনতি রায় বর্মন এদিন উপস্থিত ছিলেন জেলা শাসকের দফতরে ।

দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীরা
দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীরা
author img

By

Published : Apr 20, 2021, 11:02 PM IST

কোচবিহার, 20 এপ্রিল : রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয় 4 জনের ৷ এই ঘটনার শুনানির জন্য কোচবিহার জেলা শাসকের দফতরে ডাকা হল সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীদের ।

মঙ্গলবার বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মহম্মদ আবদুল রহমান, ফার্স্ট পোলিং অফিসার অভিজিৎ বর্মন, সেকেন্ড পোলিং অফিসার দীপেন্দ্রনাথ রায়, থার্ড পোলিং অফিসার দিলীপ মজুমদার এবং সংশ্লিষ্ট জোড়পাটকি এলাকা থেকে আসা কর্মী মিনতি রায় বর্মন এদিন উপস্থিত ছিলেন জেলা শাসকের দফতরে ।

শীতলকুচির বুথের ভোট কর্মীদের তলব কোচবিহার জেলা শাসকের দফতরে

এদিন কোচবিহার জেলার অতিরিক্ত জেলা শাসক রীনা যোশীর ঘরে তাদের শুনানি হয় । গত 10 এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন কী কী ঘটনা ঘটেছিল, আর কী কারনে গুলি চালানো হয়েছিলো, এই প্রসঙ্গে যতটুকু এই ভোট কর্মীরা জানেন, তা পৃথক ভাবে এদিন লিখিত আকারে জেলা প্রশাসনের হাতে তুলে দেন তাঁরা । শুনানির পর ভোটকর্মীরা সাংবাদিকদের জানান সেদিন আমরা যতটুকু জানি সবটাই লিখিত আকারে জানিয়েছি ।

কোচবিহার, 20 এপ্রিল : রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5/126 নম্বর বুথে সিআইএসএফ জওয়ানের গুলিতে মৃত্যু হয় 4 জনের ৷ এই ঘটনার শুনানির জন্য কোচবিহার জেলা শাসকের দফতরে ডাকা হল সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীদের ।

মঙ্গলবার বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মহম্মদ আবদুল রহমান, ফার্স্ট পোলিং অফিসার অভিজিৎ বর্মন, সেকেন্ড পোলিং অফিসার দীপেন্দ্রনাথ রায়, থার্ড পোলিং অফিসার দিলীপ মজুমদার এবং সংশ্লিষ্ট জোড়পাটকি এলাকা থেকে আসা কর্মী মিনতি রায় বর্মন এদিন উপস্থিত ছিলেন জেলা শাসকের দফতরে ।

শীতলকুচির বুথের ভোট কর্মীদের তলব কোচবিহার জেলা শাসকের দফতরে

এদিন কোচবিহার জেলার অতিরিক্ত জেলা শাসক রীনা যোশীর ঘরে তাদের শুনানি হয় । গত 10 এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন কী কী ঘটনা ঘটেছিল, আর কী কারনে গুলি চালানো হয়েছিলো, এই প্রসঙ্গে যতটুকু এই ভোট কর্মীরা জানেন, তা পৃথক ভাবে এদিন লিখিত আকারে জেলা প্রশাসনের হাতে তুলে দেন তাঁরা । শুনানির পর ভোটকর্মীরা সাংবাদিকদের জানান সেদিন আমরা যতটুকু জানি সবটাই লিখিত আকারে জানিয়েছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.