কোচবিহার, 3 এপ্রিল : গরু পাচার করলে ভাইপোকে দু‘হাজার টাকা করে পাঠাতে হয় । বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারে বিজেপি প্রার্থীদের সমর্থনে এসে এই অভিযোগ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি প্রত্যেক সভার মতো এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ বলে সম্বোধন করেন তিনি ৷
নিয়ম করে প্রতিটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গরু ও কয়লা পাচার নিয়ে নিশানা করেন শুভেন্দু অধিকারী ৷ আজ দুপুরে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশীল বর্মনের সমর্থনে কোচবিহার নিশিগঞ্জে সভা ছিল শুভেন্দুর ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "বাংলাদেশ সীমান্ত দিয়ে যে গরু পাচার হয়, সেই গরু পাচার করতে গেলে দু‘হাজার টাকা করে ভাইপোর কাছে পাঠাতে হয় । এছাড়া কয়লা, পাথর, বালি মাটি সব ক্ষেত্রেই তোলাবাজির টাকা ভাইপোর কাছে যায় ।"
আরও পড়ুন : বিজেপি বিনামূল্য়ে ভাষণ দেয় আর তৃণমূল দেয় রেশন, কুলতলির সভায় অভিষেক
মিনিট কুড়ির ভাষণে বিজেপি নেতা বলেন, "প্রথম দুই দফায় যে 60টি আসনে ভোট হয়েছে তার অন্তত 55টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন । দীর্ঘদিন বাংলায় উন্নয়ন হয়নি । তাই এবারে সুযোগ এসেছে । কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার । বিজেপি এবার সরকার গড়বে এবং বাংলায় আগামী 6 মাসের মধ্যে চাকরির দরজা খুলে যাবে ।"
পাশাপাশি এদিনের সভায় থেকে নাম না করে তৃণমূল সরকারকে প্রাইভেট কোম্পানি বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । নিশিগঞ্জে জনসভা শেষে দিনহাটা সংহতি ময়দানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করেন তিনি।