ETV Bharat / state

মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে : ভারতী ঘোষ - মানুষের মনে তৃণমূল নেই

নির্বাচনে বিজেপি জিতছে ৷ গায়ের জোরে ভোট লুঠ করলে ক্ষমতায় আসা সম্ভব নয় ৷ কোচবিহারে প্রচারে এসে একথা বলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷

মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে : ভারতী ঘোষ
মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে : ভারতী ঘোষ
author img

By

Published : Apr 5, 2021, 11:56 AM IST

কোচবিহার, 5 এপ্রিল : গায়ের জোরে ভোট লুঠ করে এবার ক্ষমতায় আসা কঠিন ৷ গতকাল কোচবিহারে ভোট প্রচার করতে গিয়ে একথা বলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷ তাঁর দাবি, তৃণমূল আর ক্ষমতায় আসবে না ৷ বিজেপির হাওয়া বইছে, ভোট বাক্সে মানুষ পরিবর্তন করবেন ৷

কী বললেন ভারতী ঘোষ, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

গতরাতে কোচবিহারে নির্বাচনী প্রচার সারছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মানুষ পরিবর্তন চান ৷ মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে ৷ তবে তৃণমূল তা মানতে চাইছে না ৷ গায়ের জোরে ভোট লুঠ করার ঐতিহ্যের বলে তৃণমূল ক্ষমতায় আসবে মনে করছে ৷ কিন্তু এবার আর তা হচ্ছে না ৷"

ভোটের ফল নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "মানুষ পরিবর্তন চেয়ে ভোট দিয়েছেন ৷ ইতিমধ্যে দু‘দফায় ভোট হয়ে গিয়েছে ৷ বাকি দফার ভোট বাকি ৷ মে মাসের 2 তারিখে নির্বাচনী ফল প্রকাশ পেলেই দেখতে পাবেন ৷ ভোট বাক্সে পরিবর্তন এসে যাবে ৷" কোচবিহারে প্রচারের পর দলের নির্দেশ অনুযায়ী সিঙ্গুর সহ বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন বলে জানালেন ভারতী দেবী ৷

কোচবিহার, 5 এপ্রিল : গায়ের জোরে ভোট লুঠ করে এবার ক্ষমতায় আসা কঠিন ৷ গতকাল কোচবিহারে ভোট প্রচার করতে গিয়ে একথা বলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷ তাঁর দাবি, তৃণমূল আর ক্ষমতায় আসবে না ৷ বিজেপির হাওয়া বইছে, ভোট বাক্সে মানুষ পরিবর্তন করবেন ৷

কী বললেন ভারতী ঘোষ, দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : ভোট মিটতেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, গ্রেফতার 14

গতরাতে কোচবিহারে নির্বাচনী প্রচার সারছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মানুষ পরিবর্তন চান ৷ মানুষের মন থেকে তৃণমূল মুছে গিয়েছে ৷ তবে তৃণমূল তা মানতে চাইছে না ৷ গায়ের জোরে ভোট লুঠ করার ঐতিহ্যের বলে তৃণমূল ক্ষমতায় আসবে মনে করছে ৷ কিন্তু এবার আর তা হচ্ছে না ৷"

ভোটের ফল নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "মানুষ পরিবর্তন চেয়ে ভোট দিয়েছেন ৷ ইতিমধ্যে দু‘দফায় ভোট হয়ে গিয়েছে ৷ বাকি দফার ভোট বাকি ৷ মে মাসের 2 তারিখে নির্বাচনী ফল প্রকাশ পেলেই দেখতে পাবেন ৷ ভোট বাক্সে পরিবর্তন এসে যাবে ৷" কোচবিহারে প্রচারের পর দলের নির্দেশ অনুযায়ী সিঙ্গুর সহ বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন বলে জানালেন ভারতী দেবী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.