ETV Bharat / state

বিজেপি নেতার মৃত্যুর জেরেই কি কোচবিহারের পুলিশ সুপার বদল ! - দিনহাটা

আজই কোচবিহারের পুলিশ সুপার বদলের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷ কে কান্নানের জায়গায় আনা হয়েছে দেবাশিস ধরকে । বছর ঘুরতে না ঘুরতে যেভাবে কোচবিহারের পুলিশ সুপার বদল হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

s-the-death-of-bjp-leader-the-reason-for-change-of-police-superintendent-in-coochbehar
s-the-death-of-bjp-leader-the-reason-for-change-of-police-superintendent-in-coochbehar
author img

By

Published : Mar 25, 2021, 4:27 PM IST

কোচবিহার, 25 মার্চ: দিনহাটার বিজেপি নেতার রহস্য-মৃত্যুর জেরেই কি সরতে হল কোচবিহারের পুলিশ সুপার কে কান্নানকে ! দিনহাটা কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কোচবিহার পুলিশ সুপারের বদলির নির্দেশে প্রশ্ন উঠছে । আজই কোচবিহারের পুলিশ সুপার বদলের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷ কে কান্নানের জায়গায় আনা হয়েছে দেবাশিস ধরকে । বছর ঘুরতে না ঘুরতে যেভাবে কোচবিহারের পুলিশ সুপার বদল হল তা নিয়ে প্রশ্ন উঠেছে । বিশেষত দিনহাটার ঘটনার পরের দিন কান্নানকে সরানোয় দুইয়ে দুইয়ে চার করছে বিভিন্ন মহল ৷

আরও পড়ুন: দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

বুধবার সকালে দিনহাটা শহরের পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন তিনি ৷ এরপরেই দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা । দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় বিজেপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে ঘরে ঢোকানোর চেষ্টায় নেমেছেন ৷ পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ এতদিন বিজেপি নেতাদের মারধর করা হয়েছে ৷ কাজ না হওয়ায় খুন করিয়ে ভয় দেখালেন ৷ একই ঘটনায় গতকাল সকালেই দিনহাটা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সাংসদ নিশীথ প্রামাণিক । তিনিও দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ বলেন, বিধায়ক খুনের রাজনীতি করছেন ৷ সিবিআই তদন্তেরও দাবি তোলেন নিশীথ ৷

এই অবস্থায় গতকালই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে দিনহাটা যাওয়ার নির্দেশ দেন । পাশাপাশি পুলিশের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন । সেই আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যে কোচবিহার পুলিশ সুপারের বদলির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ।

কোচবিহার, 25 মার্চ: দিনহাটার বিজেপি নেতার রহস্য-মৃত্যুর জেরেই কি সরতে হল কোচবিহারের পুলিশ সুপার কে কান্নানকে ! দিনহাটা কাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কোচবিহার পুলিশ সুপারের বদলির নির্দেশে প্রশ্ন উঠছে । আজই কোচবিহারের পুলিশ সুপার বদলের নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ৷ কে কান্নানের জায়গায় আনা হয়েছে দেবাশিস ধরকে । বছর ঘুরতে না ঘুরতে যেভাবে কোচবিহারের পুলিশ সুপার বদল হল তা নিয়ে প্রশ্ন উঠেছে । বিশেষত দিনহাটার ঘটনার পরের দিন কান্নানকে সরানোয় দুইয়ে দুইয়ে চার করছে বিভিন্ন মহল ৷

আরও পড়ুন: দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

বুধবার সকালে দিনহাটা শহরের পশু হাসপাতালের বারান্দা থেকে বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন তিনি ৷ এরপরেই দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিনহাটা । দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে । স্থানীয় বিজেপি নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে ঘরে ঢোকানোর চেষ্টায় নেমেছেন ৷ পরিকল্পনা করে খুন করা হয়েছে ৷ এতদিন বিজেপি নেতাদের মারধর করা হয়েছে ৷ কাজ না হওয়ায় খুন করিয়ে ভয় দেখালেন ৷ একই ঘটনায় গতকাল সকালেই দিনহাটা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন সাংসদ নিশীথ প্রামাণিক । তিনিও দিনহাটার বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ তোলেন ৷ বলেন, বিধায়ক খুনের রাজনীতি করছেন ৷ সিবিআই তদন্তেরও দাবি তোলেন নিশীথ ৷

এই অবস্থায় গতকালই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে দিনহাটা যাওয়ার নির্দেশ দেন । পাশাপাশি পুলিশের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন । সেই আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যে কোচবিহার পুলিশ সুপারের বদলির নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.