ETV Bharat / state

শীতলকুচি ঘটনার দায় মমতার, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে ওই সংখ্যালঘু নেতা বলেন, "চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের আগে গত 7 এপ্রিল কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় সভা করে মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের উস্কানিমূলক কথাবার্তা বলেছেন । সে কারণেই জোরপাকড়ি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে গ্রামবাসীরা এবং গুলি চলে এবং গ্রামবাসীর মৃত্যু হয় ।"

author img

By

Published : Apr 15, 2021, 7:01 AM IST

মুখ্য়মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ দায়ের বিজেপি বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সিদ্দিক আলি মিঞার
মুখ্য়মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ দায়ের বিজেপি বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সিদ্দিক আলি মিঞার

কোচবিহার, 15 এপ্রিল : বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন । সেই কারণেই গ্রামবাসীরা সেদিন কেন্দ্রীয় বাহিনীকে হাতা খুন্তি দিয়ে ঘেরাও করেছিল এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল । এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সিদ্দিক আলি মিঞা।

চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের ৷ যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ শাসক এবং বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত ৷ এর মধ্যেই তিনদিন কোচবিহারে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন ৷ নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এদিন বিকেলেই তাঁর বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের হল । অভিযোগ দায়ের করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সিদ্দিক আলি মিঞা ৷

আরও পডু়ন : কী হয়েছিল শীতলকুচিতে, ভাইরাল ভিডিয়ো

এরপর বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে ওই সংখ্যালঘু নেতা বলেন, "চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের আগে গত 7 এপ্রিল কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় সভা করে মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের উস্কানিমূলক কথাবার্তা বলেছেন । সে কারণেই জোরপাকড়ি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে গ্রামবাসীরা এবং গুলি চলে এবং গ্রামবাসীর মৃত্যু হয় । এর দায় মুখ্যমন্ত্রীর । তাই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।" নিরপেক্ষ তদন্ত করে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি ৷

কোচবিহার, 15 এপ্রিল : বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী প্ররোচনা দিচ্ছেন । সেই কারণেই গ্রামবাসীরা সেদিন কেন্দ্রীয় বাহিনীকে হাতা খুন্তি দিয়ে ঘেরাও করেছিল এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল । এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সিদ্দিক আলি মিঞা।

চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের ৷ যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ৷ শাসক এবং বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত ৷ এর মধ্যেই তিনদিন কোচবিহারে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন ৷ নিষেধাজ্ঞা কাটিয়ে গতকাল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এদিন বিকেলেই তাঁর বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের হল । অভিযোগ দায়ের করেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা সিদ্দিক আলি মিঞা ৷

আরও পডু়ন : কী হয়েছিল শীতলকুচিতে, ভাইরাল ভিডিয়ো

এরপর বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে ওই সংখ্যালঘু নেতা বলেন, "চতুর্থ দফার বিধানসভা নির্বাচনের আগে গত 7 এপ্রিল কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় সভা করে মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের উস্কানিমূলক কথাবার্তা বলেছেন । সে কারণেই জোরপাকড়ি গ্রামে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে গ্রামবাসীরা এবং গুলি চলে এবং গ্রামবাসীর মৃত্যু হয় । এর দায় মুখ্যমন্ত্রীর । তাই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।" নিরপেক্ষ তদন্ত করে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.