কোচবিহার, 20 মার্চ : শনিবার সকালে কোচবিহার শহরে ভোট প্রচারে কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী ৷ যে প্রচার একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক এবং বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে ।
দোরগোড়ায় ভোট তাই আর দেরি নয় ৷ কোচবিহার দক্ষিণে প্রচারে বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে এবং তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক ৷ যে প্রচারে দুই প্রার্থীর বাকযুদ্ধে সরগরম কোচবিহারের রাজনীতি ৷ আজ সকালে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে বলেন, ‘‘আমরা সারা বছরই মানুষের সঙ্গে থাকি। মানুষ যদি এবার ভোট দিতে পারে, তবে আমাদের জয় নিশ্চিত। কিন্তু যদি পঞ্চায়েত নির্বাচনের মতো ভোট লুট করতে আসে তাহলে বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।’’ তবে ভোটারদের আশ্বস্থ করে তিনি জানান, পঞ্চায়েতের মতো তৃণমূলের হার্মাদরা ভোট লুঠ করতে এলে নির্বাচন কমিশন নির্দিষ্ট ব্য়বস্থা নেবে ৷
আরও পড়ুন : গোষ্ঠীকোন্দল ! স্থানীয় নেতাদের ছাড়াই সিতাইতে ভোটপ্রচার তৃণমূল প্রার্থীর
চুপ নেই কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকও ৷ পাল্টা জবাবে তিনি বলেন, ‘‘কে হার্মাদ আর কে বর্গি সেটা মানুষ জানে। আমরা সবাই মানুষের সঙ্গে আছি। কাজেই মানুষ আমাদের ভোট দেবে।’’ তবে, কোচবিহার পৌরসভা এলাকায় বেহাল রাস্তা ও নিকাশির কথা স্বীকার করেছেন বিজেপি প্রার্থী ৷ যা নিয়ে কোচবিহার দক্ষিণের ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তৃণমূলের প্রার্থী ৷