ETV Bharat / state

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত তুফানগঞ্জ, মারধর বিজেপি কর্মীকে - বিজেপি কর্মীকে মার

বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ভোট পরবর্তী হিংসায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জে ৷

bengal-election-2021-bjp-worker-allegedly-beaten-by-tmc-at-tufanganj
ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত তুফানগঞ্জ, মারধর বিজেপি কর্মীকে
author img

By

Published : Apr 12, 2021, 1:37 PM IST

কোচবিহার, 12 এপ্রিল: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহকুমার বালাভূত গ্রাম । বালাভূত গ্রাম পঞ্চায়েতের গোপালের কুটি এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আহত বিজেপি কর্মী ধনেশ্বর বর্মন বর্তমানে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী ধনেশ্বর বর্মনকে ঘর থেকে টেনে বের করে এনে লোহার রড ও বাঁশ নিয়ে অতর্কিতে তাঁর উপর হামলা চালান । খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ধনেশ্বর বর্মনকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

আরও পড়ুন: 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার

আক্রান্ত বিজেপি কর্মী

হাসপাতালের বেডে শুয়ে ধনেশ্বর বর্মন জানান, তৃণমুল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালিয়েছে । তাঁর প্যান্টের পকেটে মেয়ের বিয়ের জন্য দেড় লক্ষ টাকা ছিল, সেটাও দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ দলের মুখপাত্র শিবপদ পাল বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

কোচবিহার, 12 এপ্রিল: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহকুমার বালাভূত গ্রাম । বালাভূত গ্রাম পঞ্চায়েতের গোপালের কুটি এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আহত বিজেপি কর্মী ধনেশ্বর বর্মন বর্তমানে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী ধনেশ্বর বর্মনকে ঘর থেকে টেনে বের করে এনে লোহার রড ও বাঁশ নিয়ে অতর্কিতে তাঁর উপর হামলা চালান । খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ধনেশ্বর বর্মনকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

আরও পড়ুন: 'আরও শীতলকুচি হবে' মন্তব্যের জন্য দিলীপকে ব্যান করার দাবি মহুয়ার

আক্রান্ত বিজেপি কর্মী

হাসপাতালের বেডে শুয়ে ধনেশ্বর বর্মন জানান, তৃণমুল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালিয়েছে । তাঁর প্যান্টের পকেটে মেয়ের বিয়ের জন্য দেড় লক্ষ টাকা ছিল, সেটাও দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ দলের মুখপাত্র শিবপদ পাল বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.