দিনহাটা, 22 মার্চ : সপ্তাহান্তেই বিধানসভা নির্বাচন ৷ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বোমাবাজি, একে অপরের উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন এলাকা। কোচবিহারের দিনহাটার ছবিটাও অনেকটা এইরকম ৷ গতরাতে বিজেপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আবুতারা বাজারের ঘটনা ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ পরে আগুন ধরিয়ে দেয় ৷ চেয়ার -টেবিল, আসবাবপত্র, দলীয় পতাকা, মনীষীদের ছবি পুড়ে ছাই হয়ে গেছে ৷
আরও পড়ুন : রায়গঞ্জে মনোনীত প্রার্থী না-পসন্দ, দলীয় কার্যালয়ে ভাঙচুর
বিজেপি কর্মীরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ ৷ পাশাপাশি দমকলেও খবর দেওয়া হয় ৷ দিনহাটা থেকে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ৷
যদিও তৃণমূলের দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।