কোচবিহার, 5 অক্টোবর: রাজ আমলের প্রথা মেনে সকাল সকাল কোচবিহার (Coochbihar) বড়দেবীর নিরঞ্জন করা হল (Baro Debi Immersion)। সকাল থেকে কোচবিহার দেবীবাড়ি মহারাজাদের তৈরি করা বড়দেবীর মন্দিরে দেবীকে সিঁদুর দিয়ে বরণ করার জন্য প্রতি বছরের মতো এ বছরও ভিড় ছিল চোখে পড়ার মতো । দেবীর পায়ে সিঁদুর দিয়ে আশীর্বাদ নেওয়ার পর সিঁদুর খেলায় মেতে উঠেন মহিলারা । একে অপরকে সিঁদুর লাগানো হয় । পাশাপাশি দেবীর চলে যাওয়ার কষ্ট বুকে নিয়েই হাসিমুখে তাঁকে বিদায় জানান সকলে (Bijoya Dashami 2022)।
নিয়ম মতো মন্দিরে বিশেষ পুজার পর বড়দেবীকে মন্দির থেকে বের করে নিরঞ্জনের জন্য কোচবিহার যমুনার দিঘিতে নিয়ে যাওয়া হয় । কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বড়দেবীর অলংকারগুলি খোলা হয় । বড়দেবীর এই পুজো ঘিরে কোচবিহার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে । মন্দির থেকে বড়দেবীকে উপস্থিত ভক্তরা ও স্থানীয় যুবকরা দুই পাশে দড়ি দিয়ে টেনে নিয়ে যান ।
আরও পড়ুন: লম্বায় 136 ফিট, উচ্চতম দুর্গা পুজো প্যান্ডেলের নাম উঠল গিনেস বুকে
গত 2 বছর করোনার কারণে ট্রাক্টর দিয়ে টেনে নিয়ে গেলেও এই বছর স্থানীয় যুবকরা রশি দিয়ে বড়দেবীকে টেনে নিয়ে যমুনা দিঘির পাড়ে নিয়ে যান । যমুনা দিঘির পাড়ে বিশেষ পুজোর মধ্যে দিয়ে শূকর বলি দেওয়া হয় । তার পর প্রতিমা নিরঞ্জন করা হয় । বিসর্জনের সময় প্রচুর মানুষ যমুনা দিঘি পাড়ে ভিড় জমিয়েছিলেন ৷