ETV Bharat / state

পথ ভুলে ভারতে মানসিক ভারসাম্যহীন যুবক, সোশাল মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ ফিরলেন নয়ন - Bangladeshi Youth Mohammad Nayan

Bangladeshi Youth Returns to his Country With Help of Social Media: দিকভ্রষ্ট হয়ে ভারতে চলে এসেছিলেন বাংলাদেশের যুবক মহম্মদ নয়ন ৷ সেই সময় তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ৷ তিনবছর পর যখন বাবার সঙ্গে দেশে ফিরলেন, তখন তিনি পুরোপুরি সুস্থ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 5:00 PM IST

কোচবিহার, 9 ডিসেম্বর: সীমান্তে পথ ভুলে ভারতে ঢুকে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন মহম্মদ নয়ন ৷ তিনবছর পর সোশাল মিডিয়ার সৌজন্যে ফের পরিবারকে ফিরে পেলেন বাংলাদেশের এই যুবক ৷ বছর তিনেক আগে নয়ন ভারত-বাংলাদেশের কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন ৷ তখন থেকেই নয়নের খোঁজ চালাচ্ছিলেন পরিবার এবং আত্মীয়রা ৷ চলতি বছরের মাঝামাঝি, সোশাল মিডিয়ায় নয়নের ছবি দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি ভারতে রয়েছেন ৷ তার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চিকিৎসার পর সুস্থ মহম্মদ নয়নকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর বাবা রহিদুল মিঞা ৷

জানা গিয়েছে, তিন বছর আগে কোচবিহারের দিনহাটায় ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে ভুল করে ভারতে প্রবেশ করেছিলেন ঢাকার বাসিন্দা মহম্মদ নয়ন ৷ মানসিক ভারসাম্যহীন নয়ন বহুদিন ধরেই নিখোঁজ ছিলেন ৷ পরবর্তী সময়ে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধার ভিআইপি মোড়ে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা ৷ তাঁকে নাম জিজ্ঞাসা করা হলে কিছুই বলতে পারেন না ৷ এমনকী বাড়ির ঠিকানাও জানতেন না ৷ তখনই কয়েকজন ব্যক্তি নয়নের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তাঁরাই চ্যাংরাবান্ধায় নয়নের থাকার ব্যবস্থা করেন ৷

এই বছরের মাঝামাঝি সময়ে নয়নের বাবা রহিদুল মিঞা, সোশাল মিডিয়ায় ছেলের ছবি দেখেন ৷ সেখানে নয়নের পরিচয় ও পরিবারের খোঁজে বার্তা দেওয়া হয়েছিল ৷ সেই দেখে রহিদুল স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ৷ সেইমতো নয়নের খোঁজ মিলতেই চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে আসেন রহিদুল ৷ সঙ্গে ছেলের পাসপোর্ট এবং অন্যান্য পরিচয়পত্রও নিয়ে এসেছিলেন ৷ কিন্তু বিনা পাসপোর্ট ও ভিসায় ভারতে আসায় নয়নের বাংলাদেশে ফেরা নিয়ে আইনি জটিলতা তৈরি হয় ৷ এর পর মেখলিগঞ্জ থানার পুলিশ নয়নকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ৷

বিষয়টির সুরাহা করতে নয়নকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ সেখানে বিচারক তাঁর মানসিক সমস্যার বিষয়টিকে গুরুত্ব দেন ৷ সেই সঙ্গে তাঁকে চিকিৎসা করানোর নির্দেশ দেন ৷ তখন থেকে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সেপ্টেম্বর মাসে চিকিৎসকরা নয়নকে সুস্থ ঘোষণা করেন ৷ এর পর 29 নভেম্বর ঢাকায় নয়নের পরিবারকে খবর পাঠায় প্রশাসন ৷ সেই মতো নয়নের বাবা ফের ভারতে আসেন ৷ এ দিন মহম্মদ নয়নকে সবরকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাবার সঙ্গে নিজের দেশে ফিরে গেলেন মহম্মদ নয়ন ৷ বর্তমানে তিনি সুস্থ ৷ রহিদুল জানিয়েছেন, তিনি যে ছেলেকে ফিরে পাবেন, তা ভাবেননি ৷ বাংলাদেশের বুড়িমারি চেকপোস্টের ওসি মহম্মদ নূর হাসান কবির জানান, ভারতের স্বহৃদয় ব্যক্তি সোশাল মিডিয়ায় পোস্ট না দিলে, হয়তো নয়নকে তাঁর পরিবারের কাছে ফেরানো যেত না ৷ ভারত তথা রাজ্য প্রশাসনের উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায়
  2. বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই'
  3. তৃতীয় দেশের পর্যটকদের জন্য ইন্দো-নেপাল সীমান্ত খোলার প্রস্তাব

কোচবিহার, 9 ডিসেম্বর: সীমান্তে পথ ভুলে ভারতে ঢুকে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন মহম্মদ নয়ন ৷ তিনবছর পর সোশাল মিডিয়ার সৌজন্যে ফের পরিবারকে ফিরে পেলেন বাংলাদেশের এই যুবক ৷ বছর তিনেক আগে নয়ন ভারত-বাংলাদেশের কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন ৷ তখন থেকেই নয়নের খোঁজ চালাচ্ছিলেন পরিবার এবং আত্মীয়রা ৷ চলতি বছরের মাঝামাঝি, সোশাল মিডিয়ায় নয়নের ছবি দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি ভারতে রয়েছেন ৷ তার পর দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চিকিৎসার পর সুস্থ মহম্মদ নয়নকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর বাবা রহিদুল মিঞা ৷

জানা গিয়েছে, তিন বছর আগে কোচবিহারের দিনহাটায় ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে ভুল করে ভারতে প্রবেশ করেছিলেন ঢাকার বাসিন্দা মহম্মদ নয়ন ৷ মানসিক ভারসাম্যহীন নয়ন বহুদিন ধরেই নিখোঁজ ছিলেন ৷ পরবর্তী সময়ে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধার ভিআইপি মোড়ে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা ৷ তাঁকে নাম জিজ্ঞাসা করা হলে কিছুই বলতে পারেন না ৷ এমনকী বাড়ির ঠিকানাও জানতেন না ৷ তখনই কয়েকজন ব্যক্তি নয়নের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তাঁরাই চ্যাংরাবান্ধায় নয়নের থাকার ব্যবস্থা করেন ৷

এই বছরের মাঝামাঝি সময়ে নয়নের বাবা রহিদুল মিঞা, সোশাল মিডিয়ায় ছেলের ছবি দেখেন ৷ সেখানে নয়নের পরিচয় ও পরিবারের খোঁজে বার্তা দেওয়া হয়েছিল ৷ সেই দেখে রহিদুল স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ৷ সেইমতো নয়নের খোঁজ মিলতেই চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে আসেন রহিদুল ৷ সঙ্গে ছেলের পাসপোর্ট এবং অন্যান্য পরিচয়পত্রও নিয়ে এসেছিলেন ৷ কিন্তু বিনা পাসপোর্ট ও ভিসায় ভারতে আসায় নয়নের বাংলাদেশে ফেরা নিয়ে আইনি জটিলতা তৈরি হয় ৷ এর পর মেখলিগঞ্জ থানার পুলিশ নয়নকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে ৷

বিষয়টির সুরাহা করতে নয়নকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ সেখানে বিচারক তাঁর মানসিক সমস্যার বিষয়টিকে গুরুত্ব দেন ৷ সেই সঙ্গে তাঁকে চিকিৎসা করানোর নির্দেশ দেন ৷ তখন থেকে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সেপ্টেম্বর মাসে চিকিৎসকরা নয়নকে সুস্থ ঘোষণা করেন ৷ এর পর 29 নভেম্বর ঢাকায় নয়নের পরিবারকে খবর পাঠায় প্রশাসন ৷ সেই মতো নয়নের বাবা ফের ভারতে আসেন ৷ এ দিন মহম্মদ নয়নকে সবরকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাবার সঙ্গে নিজের দেশে ফিরে গেলেন মহম্মদ নয়ন ৷ বর্তমানে তিনি সুস্থ ৷ রহিদুল জানিয়েছেন, তিনি যে ছেলেকে ফিরে পাবেন, তা ভাবেননি ৷ বাংলাদেশের বুড়িমারি চেকপোস্টের ওসি মহম্মদ নূর হাসান কবির জানান, ভারতের স্বহৃদয় ব্যক্তি সোশাল মিডিয়ায় পোস্ট না দিলে, হয়তো নয়নকে তাঁর পরিবারের কাছে ফেরানো যেত না ৷ ভারত তথা রাজ্য প্রশাসনের উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. পাক মহিলা গ্রেফতার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! কথা বলতে পারেন ঝরঝরে বাংলায়
  2. বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই'
  3. তৃতীয় দেশের পর্যটকদের জন্য ইন্দো-নেপাল সীমান্ত খোলার প্রস্তাব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.