কোচবিহার, 17 মার্চ : বিএসএফের গুলিতে মৃত্যু এক বাংলাদেশি পাচারকারীর (Bangladeshi trafficker dies in BSF Encounter) । বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগরামগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রেজাউল করিম (35)। তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায়। এ ঘটনায় আরও এক বাংলাদেশি পাচারকারী আহত হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওই এলাকা দিয়ে মাঝে-মধ্যেই গরু-সহ বিভিন্ন জিনিস বাংলাদেশে পাচার হত। বৃহস্পতিবার ভোররাতে একদল পাচারকারী ওই এলাকা দিয়ে গরু-সহ বিভিন্ন জিনিস পাচার করছিল। বিএসএফ থামতে বললে বিএসএফের ওপর হামলা চালানো হয়।
আরও পড়ুন : মাথাভাঙায় বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
বিএসএফ পাল্টা গুলি চালালে এক পাচারকারী মৃত্যু হয় ও এক পাচারকারী আহত হয়। ঘটনাস্থল থেকে ওই মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সানিরাজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ৷