কোচবিহার,19 এপ্রিল: তরমুজ ভরতি গাড়িতে আড়াল করে গাঁজা পাচার ৷ হাতেনাতে ধরল পুলিশ ৷ উদ্ধার প্রায় তিন লাখ টাকার গাঁজা।গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার করল মেখলিগঞ্জ থানার পুলিশ।
শনিবার রাতে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে তরমুজ ও গাঁজা সহ একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ ।সেসময় পিকআপ ভ্যানটি রাজ্য সড়ক দিয়ে মাথাভাঙ্গা থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার OC রাজু সোনারের নেতৃত্বে পুলিশ গাড়িটিকে আটক করে৷ গাড়ি রেখে সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যায়।
মেখলিগঞ্জ পুলিশ জানিয়েছে ,পিক-আপ গাড়িটি তরমুজ ভরতি ছিল । তরমুজের তলায় গাঁজার একাধিক প্যাকেট রাখা ছিল। প্রায় তিন লাখ টাকার গাঁজা উদ্ধার করা হয় । 123 কেজি গাঁজা মিলেছে ৷ মেখলিগঞ্জ পুলিশের তরফে তরমুজ সহ পিকআপ ভ্যানটিকে থানায় নিয়ে আসা হয় ৷
শনিবার দিন এবং রবিবার রাতে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের তরফে নাকা চেকিং করা হয়৷ মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা নাকা চেকিং পয়েন্টেও চেকিং চলে ৷ মেখলিগঞ্জ থানার OC রাজু সোনার জানান "গাঁজা সহ ট্রাকটিকে আটক করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে"।