কোচবিহার, 10 ফেব্রুয়ারি : পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা ৷ যৌনাঙ্গ কাটা পড়ল শ্বশুরের ৷ এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জে ৷ অভিযোগ ছেলে বাড়িতে না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করতে যায় অভিযুক্ত ৷ নিজেকে বাঁচাতে শ্বশুরের যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন পুত্রবধূ ৷
অভিযুক্তের ছেলে কর্মসূত্রে কেরালায় থাকে ৷ সেখানে শ্রমিকের কাজ করে সে ৷ আর ছেলের এই অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে, পুত্রবধূকে ধর্ষণের করতে যায় ওই ব্যক্তি ৷ অভিযোগ, বহুদিন থেকেই ওই ব্যক্তি তাঁর গৃহবধূকে অত্যন্ত কুনজরে দেখত ৷ সরাসরি যৌনসম্পর্ক স্থাপন করার প্রস্তাবও দেয় সে ৷ এমনকী সম্পর্ক স্থাপন না করলে গৃহবধূর স্বামী ও তার দাদাকে প্রাণে মারারও হুমকি দেয় অভিযুক্ত শ্বশুর ৷
আরও পড়ুন : দলত্যাগীদের "রামছাগল" বলে কটাক্ষ মমতার
গতকালই মেখলিগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই পুত্রবধূ ৷ তদন্ত শুরু করেছে মেখেলিগঞ্জ থানার পুলিশ ৷ যদিও পলাতক অভিযুক্ত ৷