মাথাভাঙা, 23 মে : মাথাভাঙায় মাদক সহ গ্রেফতার সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত । কোচবিহারের মাথাভাঙা থানার পুলিশ মাদক ফেনসিডিল সহ গ্রেফতার করল দিলীপ দাস (30) নামে এক ব্যক্তিকে ৷ শনিবার রাতে মাথাভাঙার কলেজ মোড় এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে দিলীপকে ৷
ধৃত দিলীপের বাড়ি মাথাভাঙার চেনাকাটা এলাকায় ৷ তার বিরুদ্ধে মাদক পাচার সহ ডাকাতি ও একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে । প্রসঙ্গত, কয়েকমাস আগে মেখলিগঞ্জের জামালদহে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে । ডাকাতির সময় গুলি চালানোর ঘটনা ঘটে । সোনার দোকানের পাশের দোকান থেকে গুলি উদ্ধার করে পুলিশ । ধৃত দিলীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে এই ঘটনায় জড়িত ৷
আরও পড়ুন : নিরাপত্তা নেই কর্মীদের, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে শাহকে চিঠি লকেটের
মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, "কলেজ মোড় এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তার কাছ থেকে বেশ কিছু ফেনসিডিল উদ্ধার করা হয় । সোনার দোকানে ডাকাতি সহ একাধিক অভিযোগে যুক্ত ওই ব্যক্তি । ঘটনার তদন্ত চলছে । মেখলিগঞ্জের জামালদহে সোনার ডাকাতির ঘটনার জড়িত থাকতে পারে । সেই মতো মেখলিগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।"
এই বিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায় বলেন, "মাথাভাঙা থানার পুলিশ যে ব্যক্তিকে গ্রেফতার করেছে, ধৃত ওই ব্যক্তিকে পরবর্তীতে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হবে । মাথাভাঙায় মাদক ফেনসিডিল সহ গ্রেফতার ওই ব্যক্তি মেখলিগঞ্জে সোনার দোকানে ডাকাতির অভিযুক্ত ।’’