কোচবিহার , 21 মে : দিনহাটার শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল নেতার আগাম জামিন খারিজ করল কোচবিহার আদালত । গতকাল বুধবার কোচবিহার আদালত ওই নেতার জামিন খারিজ করে । এদিকে অভিযোগ দায়ের হওয়ার দু’সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ।
দিনহাটার এক প্রাথমিক স্কুল শিক্ষিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা কোচবিহার জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নুর আলম হোসেনের বিরুদ্ধে । 3 মে রবিবার দিনহাটা মহিলা থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ।
দলের অন্দর থেকে অভিযুক্ত নেতাকে বহিস্কারের দাবি ওঠে । এরপর দিন দু’য়েক আগে ওই জেলাপরিষদ সদস্যকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব ।