ETV Bharat / state

Ananta Maharaj: 'লোকসভা ভোটের আগে গ্রেটার কোচবিহারের দাবি পূরণ না হলে...', কী বললেন অনন্ত মহারাজ

Ananta Maharaj on Greater Cooch Behar Demands: স্থানীয় মানুষের দাবি নিয়ে কোনও কম্প্রোমাইজ হবে না ৷ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়ে কোচবিহারে ফিরেই গ্রেটার কোচবিহারের পক্ষে সওয়াল করলেন অনন্ত মহারাজ ৷

Ananta Maharaj
অনন্ত মহারাজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:06 PM IST

Updated : Aug 25, 2023, 8:14 PM IST

কোচবিহারে ফিরে যা বললেন অনন্ত মহারাজ

কোচবিহার, 25 অগস্ট: আগামী লোকসভা নির্বাচনের আগে পৃথক গ্রেটার কোচবিহারকে কেন্দ্র করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি যদি পূরণ না হয়, তাহলে লোকসভা নির্বাচনে নিজেদের অবস্থান এলাকার জনগণই ঠিক করবে । রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়ে কোচবিহারে ফেরার পর 'রাজবাড়িতে' সাংবাদিকদের এ কথাই বললেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ ।

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর প্রথম কী কাজ করবেন, এই প্রশ্নের উত্তরে মহারাজ অনন্ত রায় বলেন, "এই এলাকার মানুষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটাই হবে । এ নিয়ে কোনও কম্প্রোমাইজ হবে না ।"

গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে একাধিক সংগঠন । তাদের মধ্যে মহারাজ অনন্ত রায় ওরফে নগেন্দ্রনাথ রায়ের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অন্যতম । উত্তরবঙ্গ ও অসমের একটা বড় অংশে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে । আর ভোটব্যাংকের দিকে তাকিয়ে দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি সুসম্পর্ক রেখে চলেছে । তার ফলও পেয়েছে হাতেনাতে । বিভিন্ন নির্বাচনে ভালো ফল করে বিজেপি ।

আরও পড়ুন: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের পা টিপছেন ভক্ত, ভাইরাল ভিডিয়ো

গত 2019 সালের লোকসভা ও 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটপ্রচারেও অংশ নিয়েছিলেন অনন্ত মহারাজ । পরবর্তীতে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল সুসম্পর্ক রাখতে উদ্যোগী হলেও লাভ হয়নি । উলটে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে কোচবিহারের ভোটব্যাংক নিজেদের অনুকূলে রেখেছে বিজেপি ।

রাজ্যসভার সাংসদ পদে শপথ নেওয়ার পর শুক্রবার কোচবিহারে ফিরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিলিত হন অনন্ত মহারাজ । শুক্রবার তাঁর রাজপ্রাসাদে কয়েক হাজার কর্মী সমর্থক জড়ো হন । সেখানেই তিনি বলেন, এই এলাকার মানুষের প্রয়োজন পূরণ করাই প্রথম কাজ । 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তাঁদের দাবি পূরণ না হলে নির্বাচনে তাঁদের অবস্থান জনগণই ঠিক করবেন বলে জানান অনন্ত মহারাজ ।

কোচবিহারে ফিরে যা বললেন অনন্ত মহারাজ

কোচবিহার, 25 অগস্ট: আগামী লোকসভা নির্বাচনের আগে পৃথক গ্রেটার কোচবিহারকে কেন্দ্র করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি যদি পূরণ না হয়, তাহলে লোকসভা নির্বাচনে নিজেদের অবস্থান এলাকার জনগণই ঠিক করবে । রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়ে কোচবিহারে ফেরার পর 'রাজবাড়িতে' সাংবাদিকদের এ কথাই বললেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ ।

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর প্রথম কী কাজ করবেন, এই প্রশ্নের উত্তরে মহারাজ অনন্ত রায় বলেন, "এই এলাকার মানুষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটাই হবে । এ নিয়ে কোনও কম্প্রোমাইজ হবে না ।"

গ্রেটার কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে একাধিক সংগঠন । তাদের মধ্যে মহারাজ অনন্ত রায় ওরফে নগেন্দ্রনাথ রায়ের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন অন্যতম । উত্তরবঙ্গ ও অসমের একটা বড় অংশে অনন্ত মহারাজের প্রভাব রয়েছে । আর ভোটব্যাংকের দিকে তাকিয়ে দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপি সুসম্পর্ক রেখে চলেছে । তার ফলও পেয়েছে হাতেনাতে । বিভিন্ন নির্বাচনে ভালো ফল করে বিজেপি ।

আরও পড়ুন: বিজেপি সাংসদ অনন্ত মহারাজের পা টিপছেন ভক্ত, ভাইরাল ভিডিয়ো

গত 2019 সালের লোকসভা ও 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটপ্রচারেও অংশ নিয়েছিলেন অনন্ত মহারাজ । পরবর্তীতে অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল সুসম্পর্ক রাখতে উদ্যোগী হলেও লাভ হয়নি । উলটে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে কোচবিহারের ভোটব্যাংক নিজেদের অনুকূলে রেখেছে বিজেপি ।

রাজ্যসভার সাংসদ পদে শপথ নেওয়ার পর শুক্রবার কোচবিহারে ফিরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিলিত হন অনন্ত মহারাজ । শুক্রবার তাঁর রাজপ্রাসাদে কয়েক হাজার কর্মী সমর্থক জড়ো হন । সেখানেই তিনি বলেন, এই এলাকার মানুষের প্রয়োজন পূরণ করাই প্রথম কাজ । 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তাঁদের দাবি পূরণ না হলে নির্বাচনে তাঁদের অবস্থান জনগণই ঠিক করবেন বলে জানান অনন্ত মহারাজ ।

Last Updated : Aug 25, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.