কোচবিহার, 20 নভেম্বর: ‘বঙ্গভঙ্গ চাই না’ স্লোগানে রবিবার সকালে 1 হাজার কিলোমিটারের মিছিল শুরু করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস (TMC 1000 Kilometer Protest March in Cooch Behar) ৷ রবিবার সকালে কোচবিহার চকচকা হরিমন্দির এলাকা থেকে প্রথম পর্যায়ে এই মিছিল শুরু করেছে তৃণমূল (Cooch Behar TMC Rally) ৷ রাজ্যভাগের চক্রান্তের অভিযোগে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে কোচবিহার তৃণমূলের তরফে 1 হাজার কিলোমিটারের মিছিল ডাকা হয়েছে ৷ আজ সেই মিছিলের প্রথম অংশ বের হয় ৷
রবিবার সকালে কোচবিহারের চকচকা হরিমন্দির এলাকা থেকে এই মিছিল শুরু হয় ৷ মিছিলে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের মতো শীর্ষনেতারা ৷ প্রথম পর্যায়ের এই মিছিল চকচকা থেকে শুরু হয়ে আজকেই মারুগঞ্জে শেষ হবে ৷
এই মিছিল নিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে এবং কোচবিহারের লজ্জা আমাদের সাংসদ নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবি নিয়ে এই মিছিল বের করা হয়েছে । মিছিল প্রথম পর্যায়ে শুরু হয়েছে ৷ আজ থেকে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোচবিহার জেলার 128টি গ্রাম পঞ্চায়েতে ঘুরবে এই মিছিল ৷’’
আরও পড়ুন: নিশীথের গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলতে রাষ্ট্রপতির সময় চাইল তৃণমূলের প্রতিনিধি দল
অন্যদিকে, তৃণমূলের এই মিছিলকে গুরুত্ব দিতে নারাজ কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব ৷ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, ‘‘তারা নিজেদের ঘর আগে সামলাক ৷ বহুনেতা ইতিমধ্যে জেলে গিয়েছেন ৷ আরও অনেকে জেলে যাবেন ৷ তাদের এই পদযাত্রার নকল করা ৷ কিছুদিন আগে রাহুল গান্ধি পদযাত্রা করেছিলেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল পদযাত্রা করছে ৷ তার, কারণ ওরা বুঝে গেছে, মানুষ ওদের কাছ থেকে সরে গেছে ৷ তাই পদযাত্রা করে মানুষকে টানতে চাইছে ৷ তবে, মানুষ তৃণমূলের সঙ্গে নেই ৷ ওরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে পাবে না ৷’’