কোচবিহার, 21 অক্টোবর : BJP সাংসদ নিশীথ প্রামাণিকের কার্যালয় উদ্বোধনকে ঘিরে ধুন্ধুমার কোচবিহারের দিনহাটার 1 নম্বর ওয়ার্ডে ৷ সাংসদকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি BJP কর্মী-সমর্থকদের বাইক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কোচবিহারে ঘর গোছাতে শুরু করেছে BJP । দিনহাটা শহরের 1 নম্বর ওয়ার্ডে আজ সাংসদ নিশীথ প্রামাণিকের জন্য তৈরি কার্যালয় খোলার কথা ছিল । কথা ছিল, সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সাংসদ ৷ BJP-র অভিযোগ, উদ্বোধনের আগেই আজ দুপুরে ওই কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল ৷ নেতৃত্ব দেন দিনহাটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর জয়দীপ ঘোষ ৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ।
সন্ধ্যায় ফের কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ BJP-র অভিযোগ, সাংসদ উদ্বোধন করতে এলে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয় ৷ BJP কর্মী-সমর্থকদের বাইকে ভাঙচুর চালানো হয় ৷ কার্যালয়ের দেওয়ালে সবুজ রং করে দেওয়া হয় ৷
যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের পালটা অভিযোগ, কার্যালয়ের ওই ঘরে গত কয়েকদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল । তাই আজ স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে ওই কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দেয় । ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন । দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বলেন, "হঠাৎ করে বসতি এলাকায় এভাবে বিনা অনুমতিতে পার্টি অফিস খোলা হলে এলাকার পরিবেশ নষ্ট হবে । তাই এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে ।"
নিশীথ প্রামাণিক বলেন, "মানুষের সঙ্গে জনসংযোগ করা ও অভিযোগ শোনার জন্য সাংসদ কার্যালয় খোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল । তৃণমূল সেই কার্যালয়ে ভাঙচুর চালায় । মানুষই এর জবাব দেবে ।"