দিনহাটা, 7 নভেম্বর : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । শনিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা 1 ব্লকের পেটলা এলাকায় । ঘটনায় গুরুতর জখম অবস্থায় উপপ্রধান বণিক রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ।
পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায় স্থানীয় একটি ক্লাব থেকে বেরিয়ে ফেরার পথে বাড়ির সামনে একটা ফাঁকা জায়গায় একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর হামলা চালায় । চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । এই ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
এই বিষয়ে উপপ্রধান বণিক রায় বলেন, "বাড়ির সামনের একটি ক্লাব থেকে বাড়ি ফেরার সময় ক্লাবের পেছনে ফাঁকা জায়গা থেকে তিনটি বাইকে করে এসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায় । এর আগেও আমাকে আক্রমণ করা হয়েছিল ।’’
যদিও এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলেই ওই হামলার ঘটনা ঘটেছে ৷ এর সঙ্গে বিজেপির কেউ জড়িত নয় ৷
আরও পড়ুন : Suvendu Adhikari : নন্দীগ্রামে নিশিকান্ত মণ্ডল খুনে শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় তুললেন আবু তাহের