ETV Bharat / state

Mekliganj Panchayat: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল পরিচালিত নিজতরফ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ (allegation of scam against Panchayat Pradhan in Mekliganj) ৷

author img

By

Published : Nov 21, 2022, 9:02 PM IST

ETV Bharat
cooch behar news

কোচবিহার, 21 নভেম্বর: কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানে গ্রামের বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণেরউদ্দেশ্যে উপভোক্তাদের জন্য 5 হাজার টাকা করে বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । নিয়ম হল, এই টাকা গ্রাম পঞ্চায়েত দফতরের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয় । কিন্তু বিজেপির অভিযোগ, মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের তৃনমূল প্রধান সুনীল রায় সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে আত্মসাৎ করেছেন (allegation of scam against Panchayat Pradhan in Mekliganj) ৷

শুধু তাই নয় একশো দিনের কাজে শুধু ডাটাএন্ট্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ অভিযোগ, একাধিক প্রকল্প মিলে এক কোটি টাকা আত্মসাৎ করেছেন এই তৃণমূল নেতা ৷ এই অভিযোগ তুলে সোমবার গ্রাম পঞ্চায়েতের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি । স্থানীয় বিজেপি নেতা, কর্মী-সমর্থকরা এই কর্মসূচিতে সামিল হন (allegation of scam against Panchayat Pradhan)।

এদিন পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির ৷ তাদের অভিযোগ, এদিন ডেপুটেশন দেওয়া হবে এটা জানতে পেরে পঞ্চায়েত অফিসে আসেননি প্রধান, উপপ্রধান ও অন্যান্যরা । তাই প্রধানকে না পেয়ে এদিন কার্যালয় ঘেরাও করেন বিজেপির মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল কমিটির সদস্যরা । খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের 55 লক্ষ টাকা, একশো দিনের টাকা-সহ প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায়, বিজেপির দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি বিমল রায়, সহ-সভাপতি তথা বিজেপির নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল আহ্বায়ক ঝুমুর আলি ফকির প্রমুখ ।

আরও পড়ুন: মমতার সরকারের দিন ঘনিয়ে এসেছে, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

দধিরাম রায় বলেন, "মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বচ্ছ ভারত মিশনের উপভোক্তাদের 55 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এবং পাশাপাশি 100 দিনের কাজ না করিয়েও টাকা তুলে নিয়েছেন । প্রায় কোটি টাকার দুর্নীতি । আমরা জেলাশাসক, বিডিও'র দ্বারস্থ হয়েছি । আরটিআই করেই সব তথ্য পেয়েছি ।" যদিও বিজেপির করা এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সুনীল রায় । তিনি বলেন ‘ দুর্নীতির ও টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ আনছে বিজেপি । আজ স্মারকলিপি প্রদান করা হবে সেই বিষয়ে আমার জানা ছিল না । বিজেপির তোলা সব অভিযোগ ভিত্তিহীন‌ । রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপি এমন করছে ।"

কোচবিহার, 21 নভেম্বর: কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানে গ্রামের বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণেরউদ্দেশ্যে উপভোক্তাদের জন্য 5 হাজার টাকা করে বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । নিয়ম হল, এই টাকা গ্রাম পঞ্চায়েত দফতরের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয় । কিন্তু বিজেপির অভিযোগ, মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের তৃনমূল প্রধান সুনীল রায় সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে আত্মসাৎ করেছেন (allegation of scam against Panchayat Pradhan in Mekliganj) ৷

শুধু তাই নয় একশো দিনের কাজে শুধু ডাটাএন্ট্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ৷ অভিযোগ, একাধিক প্রকল্প মিলে এক কোটি টাকা আত্মসাৎ করেছেন এই তৃণমূল নেতা ৷ এই অভিযোগ তুলে সোমবার গ্রাম পঞ্চায়েতের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি । স্থানীয় বিজেপি নেতা, কর্মী-সমর্থকরা এই কর্মসূচিতে সামিল হন (allegation of scam against Panchayat Pradhan)।

এদিন পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির ৷ তাদের অভিযোগ, এদিন ডেপুটেশন দেওয়া হবে এটা জানতে পেরে পঞ্চায়েত অফিসে আসেননি প্রধান, উপপ্রধান ও অন্যান্যরা । তাই প্রধানকে না পেয়ে এদিন কার্যালয় ঘেরাও করেন বিজেপির মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডল কমিটির সদস্যরা । খবর পেয়ে এলাকায় যায় পুলিশ ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের 55 লক্ষ টাকা, একশো দিনের টাকা-সহ প্রায় কোটি টাকার দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে ৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায়, বিজেপির দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি বিমল রায়, সহ-সভাপতি তথা বিজেপির নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল আহ্বায়ক ঝুমুর আলি ফকির প্রমুখ ।

আরও পড়ুন: মমতার সরকারের দিন ঘনিয়ে এসেছে, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

দধিরাম রায় বলেন, "মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বচ্ছ ভারত মিশনের উপভোক্তাদের 55 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এবং পাশাপাশি 100 দিনের কাজ না করিয়েও টাকা তুলে নিয়েছেন । প্রায় কোটি টাকার দুর্নীতি । আমরা জেলাশাসক, বিডিও'র দ্বারস্থ হয়েছি । আরটিআই করেই সব তথ্য পেয়েছি ।" যদিও বিজেপির করা এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সুনীল রায় । তিনি বলেন ‘ দুর্নীতির ও টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ আনছে বিজেপি । আজ স্মারকলিপি প্রদান করা হবে সেই বিষয়ে আমার জানা ছিল না । বিজেপির তোলা সব অভিযোগ ভিত্তিহীন‌ । রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপি এমন করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.