ETV Bharat / state

Plastic Rice in Ration: হলদিবাড়িতে রেশনে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ, আতঙ্কে গ্রামবাসীরা - হলদিবাড়িতে রেশনে প্লাস্টিকের চাল

ফের রেশনের চালে প্লাস্টিক জাতীয় পদার্থ মেশানোর অভিযোগ ৷ কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা (Allegation of Giving Plastic Rice in Ration in Haldibari) ৷ অভিযোগ করেছেন, রেশন থেকে দেওয়া চালের মধ্যে প্লাস্টিক জাতীয় চাল মেশানো রয়েছে ৷ যা পোড়ালে বা ভাত রান্না করলে কেমিক্যাল জাতীয় পদার্থ বের হচ্ছে ৷

allegation-of-giving-plastic-rice-in-ration-in-haldibari-cooch-behar
allegation-of-giving-plastic-rice-in-ration-in-haldibari-cooch-behar
author img

By

Published : Nov 19, 2022, 9:30 PM IST

হলদিবাড়ি, 19 নভেম্বর: রেশনের চালের সঙ্গে মেশানো বিষাক্ত প্লাস্টিক ! যা হাঁড়িতে দিলে গোলে যাচ্ছে ৷ আবার কখনও ধোঁয়া বেরচ্ছে ৷ কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা (Allegation of Giving Plastic Rice in Ration in Haldibari) ৷ তাঁদের অভিযোগ সাধারণ চালের মধ্যে প্লাস্টিক জাতীয় চাল মেশানো রয়েছে ৷ যা হাঁড়িতে দিলে গলে যাচ্ছে আর কেমিক্যালের গন্ধ বেরচ্ছে ৷

গত 9 নভেম্বর দুয়ারে রেশনে স্থানীয় ডিলারের থেকে চাল নেয় গ্রামবাসীরা ৷ সেই চাল রান্না করলে, ভাতের ফ্যানের অন্যরকম রং দেখতে পান লোকজন ৷ দেখেন ক্যামিকেলের মতো রং ভাসছে ভাতের ফ্যানে ৷ কিন্তু, প্রথমটায় এনিয়ে খুব একটা উচ্চবাচ্য না করে, সেই ভাত খেয়ে ফেলেন গ্রামবাসীরা ৷ তবে, কয়েকজন চাল পরীক্ষা করে দেখার জন্য কড়াইয়ে ফেলেন ৷ দেখা যায় গরমে চাল গলে প্লাস্টিক জাতীয় পদার্থ বের হচ্ছে ৷ আর সেই প্লাস্টিক পোড়া ধোঁয়া থেকে কেমিক্যালের গন্ধ বেরচ্ছে ৷

এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ এর পরেই গ্রামবাসীরা দাবি তুলেছেন, সরকার চালের পরীক্ষা করুক ৷ বিষাক্ত প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে কিনা, তার তদন্তের দাবিও উঠেছে ৷ যাঁরা ওই চালের তৈরি ভাত খেয়েছেন, তাঁরা রীতিমতো আতঙ্কে ভুগছেন ৷ তাঁদের কথায়, যদি শারীরিকভাবে কোনও সমস্যা দেখা দেয়, তাহলে তার দায় কে নেবে ? প্রশ্ন গ্রামবাসীদের ৷

আগামী মাসে দুয়ারে রেশনে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছেন গ্রামবাসীরা ৷ বিষয়টি তাঁরা মহকুমা শাসক ও বিডিও-কে জানিয়েছেন ৷ তবে, স্থানীয় গ্রামপঞ্চায়েতের দাবি, তারা এবিষয়ে কিছুই জানেন না ৷ আর রেশন ডিলার হামিদার রহমান জানিয়েছেন, সরকার থেকে যে চাল দেওয়া হয়েছে ৷ সেগুলিই তিনি বিলি করেছেন ৷ এতে তাঁর কিছু বলা বা করার নেই ৷

রেশনে প্লাস্টিকের চাল !

আরও পড়ুন: রায়গঞ্জে মিড ডে মিলে প্লাস্টিকের চাল মেশানোর অভিযোগ

দেওয়ানগঞ্জের এক বাসিন্দা সঞ্জীব বর্মন দাবি করেছেন, কোথা থেকে ও কীভাবে এই প্লাস্টিকের চাল আসছে, তা রাজ্য সরকার তদন্ত করে দেখুক ৷ আবার কারও অভিযোগ ভাতের ফ্যানে বিষাক্ত রং ভাসছে ৷ কড়াইয়ে দিলে তরল পদার্থ বেরিয়ে আসছে ৷

নামপ্রকাশে অনিচ্ছুক মেখলিগঞ্জের খাদ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘যে সব চাল দেওয়া হচ্ছে, সেখানে বিশেষ কিছু পুষ্টি মৌল মেশানো হচ্ছে ৷ সেই কারণেই চালের মধ্যে এই রকম রং দেখা যাচ্ছে ৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ মানুষকে আমরা সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করছি ৷ অনেকের কাছে হয়তো সেই বিষয়টি এখনও পৌঁছায়নি ৷ প্রতি 100 কেজি চালে 1 কেজি কারলেন বা পুষ্টিদানা মেশানো হয় ৷’’

হলদিবাড়ি, 19 নভেম্বর: রেশনের চালের সঙ্গে মেশানো বিষাক্ত প্লাস্টিক ! যা হাঁড়িতে দিলে গোলে যাচ্ছে ৷ আবার কখনও ধোঁয়া বেরচ্ছে ৷ কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা (Allegation of Giving Plastic Rice in Ration in Haldibari) ৷ তাঁদের অভিযোগ সাধারণ চালের মধ্যে প্লাস্টিক জাতীয় চাল মেশানো রয়েছে ৷ যা হাঁড়িতে দিলে গলে যাচ্ছে আর কেমিক্যালের গন্ধ বেরচ্ছে ৷

গত 9 নভেম্বর দুয়ারে রেশনে স্থানীয় ডিলারের থেকে চাল নেয় গ্রামবাসীরা ৷ সেই চাল রান্না করলে, ভাতের ফ্যানের অন্যরকম রং দেখতে পান লোকজন ৷ দেখেন ক্যামিকেলের মতো রং ভাসছে ভাতের ফ্যানে ৷ কিন্তু, প্রথমটায় এনিয়ে খুব একটা উচ্চবাচ্য না করে, সেই ভাত খেয়ে ফেলেন গ্রামবাসীরা ৷ তবে, কয়েকজন চাল পরীক্ষা করে দেখার জন্য কড়াইয়ে ফেলেন ৷ দেখা যায় গরমে চাল গলে প্লাস্টিক জাতীয় পদার্থ বের হচ্ছে ৷ আর সেই প্লাস্টিক পোড়া ধোঁয়া থেকে কেমিক্যালের গন্ধ বেরচ্ছে ৷

এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ এর পরেই গ্রামবাসীরা দাবি তুলেছেন, সরকার চালের পরীক্ষা করুক ৷ বিষাক্ত প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে কিনা, তার তদন্তের দাবিও উঠেছে ৷ যাঁরা ওই চালের তৈরি ভাত খেয়েছেন, তাঁরা রীতিমতো আতঙ্কে ভুগছেন ৷ তাঁদের কথায়, যদি শারীরিকভাবে কোনও সমস্যা দেখা দেয়, তাহলে তার দায় কে নেবে ? প্রশ্ন গ্রামবাসীদের ৷

আগামী মাসে দুয়ারে রেশনে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছেন গ্রামবাসীরা ৷ বিষয়টি তাঁরা মহকুমা শাসক ও বিডিও-কে জানিয়েছেন ৷ তবে, স্থানীয় গ্রামপঞ্চায়েতের দাবি, তারা এবিষয়ে কিছুই জানেন না ৷ আর রেশন ডিলার হামিদার রহমান জানিয়েছেন, সরকার থেকে যে চাল দেওয়া হয়েছে ৷ সেগুলিই তিনি বিলি করেছেন ৷ এতে তাঁর কিছু বলা বা করার নেই ৷

রেশনে প্লাস্টিকের চাল !

আরও পড়ুন: রায়গঞ্জে মিড ডে মিলে প্লাস্টিকের চাল মেশানোর অভিযোগ

দেওয়ানগঞ্জের এক বাসিন্দা সঞ্জীব বর্মন দাবি করেছেন, কোথা থেকে ও কীভাবে এই প্লাস্টিকের চাল আসছে, তা রাজ্য সরকার তদন্ত করে দেখুক ৷ আবার কারও অভিযোগ ভাতের ফ্যানে বিষাক্ত রং ভাসছে ৷ কড়াইয়ে দিলে তরল পদার্থ বেরিয়ে আসছে ৷

নামপ্রকাশে অনিচ্ছুক মেখলিগঞ্জের খাদ্য দফতরের এক আধিকারিক বলেন, ‘‘যে সব চাল দেওয়া হচ্ছে, সেখানে বিশেষ কিছু পুষ্টি মৌল মেশানো হচ্ছে ৷ সেই কারণেই চালের মধ্যে এই রকম রং দেখা যাচ্ছে ৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ মানুষকে আমরা সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করছি ৷ অনেকের কাছে হয়তো সেই বিষয়টি এখনও পৌঁছায়নি ৷ প্রতি 100 কেজি চালে 1 কেজি কারলেন বা পুষ্টিদানা মেশানো হয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.