ETV Bharat / state

নাইট শিফটে ডিউটিতে "না", স্বাস্থ্য আধিকারিককে বিক্ষোভ - ডিউটি

নাইট শিফটে ডিউটি না করার দাবিতে স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ ৷

coachbihar
কোচবিহার
author img

By

Published : May 14, 2020, 10:37 PM IST

কোচবিহার, 14 মে : অন‍্যায়ভাবে তাঁদের ডিউটি নাইট শিফটেই দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ANM রা। বৃহস্পতিবার দুপুরে তাঁরা দিনহাটা সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে রাখে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি করার কথা থাকলেও তাঁদের পর্যায়ক্রমে তিন শিফটে কোয়ারানটিন সেন্টারে ডিউটি দেওয়া হচ্ছে । তাও আবার নাইট শিফটে ডিউটি । তাঁরা কোনও ভাবেই নাইট শিফটে ডিউটি করবেন না বলেও দাবি জানায় ।

জানা গিয়েছে, দিনহাটা-1 ব্লকের 16 টি গ্রাম পঞ্চায়েতে 100 জন ANM রয়েছে। এতদিন এঁদের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করতে হত। কিন্তু কোরোনা পরিস্থিতির জেরে বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে এঁদের ডিউটি দেওয়া হয়েছে। কিন্তু নাইট শিফটে তাঁদের পক্ষে কোয়ারানটিন সেন্টারে ডিউটি করা সম্ভব নয়। এছাড়া তাঁরা পায়নি মাস্ক ও স‍্যানিটাইজার , PPE কিটও । ফলে বিপদের মধ্যে তাঁদের কাজ করতে হচ্ছে । এইসব ঘটনার প্রতিবাদে আজ ওই স্বাস্থ্য কেন্দ্রের এক আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তাঁরা।

আন্দোলনকারীদের পক্ষে সুমিত্রা মন্ডল বলেন, "গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আমাদের ডিউটি রয়েছে। এই পরিস্থিতিতে কোয়ারানটিন সেন্টারে ডিউটি করতে অসুবিধা নেই। কিন্তু কোনও ভাবে নাইট শিফটে ডিউটি করা সম্ভব নয়। পাশাপাশি আমাদের PPE কিট দিতে হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘেরাও ওঠে।" যদিও, বিষয়টি নিয়ে সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক দীনেশ বিশ্বাস কোনও মন্তব্য করতে চাননি।


কোচবিহার, 14 মে : অন‍্যায়ভাবে তাঁদের ডিউটি নাইট শিফটেই দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ANM রা। বৃহস্পতিবার দুপুরে তাঁরা দিনহাটা সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে রাখে। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ডিউটি করার কথা থাকলেও তাঁদের পর্যায়ক্রমে তিন শিফটে কোয়ারানটিন সেন্টারে ডিউটি দেওয়া হচ্ছে । তাও আবার নাইট শিফটে ডিউটি । তাঁরা কোনও ভাবেই নাইট শিফটে ডিউটি করবেন না বলেও দাবি জানায় ।

জানা গিয়েছে, দিনহাটা-1 ব্লকের 16 টি গ্রাম পঞ্চায়েতে 100 জন ANM রয়েছে। এতদিন এঁদের বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করতে হত। কিন্তু কোরোনা পরিস্থিতির জেরে বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে এঁদের ডিউটি দেওয়া হয়েছে। কিন্তু নাইট শিফটে তাঁদের পক্ষে কোয়ারানটিন সেন্টারে ডিউটি করা সম্ভব নয়। এছাড়া তাঁরা পায়নি মাস্ক ও স‍্যানিটাইজার , PPE কিটও । ফলে বিপদের মধ্যে তাঁদের কাজ করতে হচ্ছে । এইসব ঘটনার প্রতিবাদে আজ ওই স্বাস্থ্য কেন্দ্রের এক আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তাঁরা।

আন্দোলনকারীদের পক্ষে সুমিত্রা মন্ডল বলেন, "গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে আমাদের ডিউটি রয়েছে। এই পরিস্থিতিতে কোয়ারানটিন সেন্টারে ডিউটি করতে অসুবিধা নেই। কিন্তু কোনও ভাবে নাইট শিফটে ডিউটি করা সম্ভব নয়। পাশাপাশি আমাদের PPE কিট দিতে হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘেরাও ওঠে।" যদিও, বিষয়টি নিয়ে সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক দীনেশ বিশ্বাস কোনও মন্তব্য করতে চাননি।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.