ETV Bharat / state

প্রায় 3 ঘণ্টা বাণিজ্য চলার পর ফের বন্ধ হল চ্যাংরাবান্ধা সীমান্তে পরিবহন

চ্যাংরাবান্ধা সীমান্তে বাণিজ্য চালু হওয়ার পরও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পরিবহন ৷ প্রতিবাদে সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

Changrabandha international border trade stopped again
প্রায় 3 ঘণ্টা বাণিজ্য চলার পর ফের বন্ধ হল চ্যাংরাবান্ধা সীমান্তে পরিবহণ
author img

By

Published : Jun 11, 2020, 8:43 AM IST

কোচবিহার, 11 জুন : কোরোনা পরিস্থিতিতে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে চালু হল বাণিজ্য ৷ তবে, বাণিজ্য চালু হওয়ার প্রায় 3 ঘণ্টা পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বাণিজ্য পরিবহন ৷ প্রতিবাদে সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী , ট্রাক চালক এবং কর্মীরা ৷ তবে ঠিক কী কারণে বন্ধ হল পরিবহন তা স্পট নয় ব্যবসায়ীদের কাছে ৷ ব্যবসায়ীদের প্রতিনিধিরা মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের কাছে এবিষয়ে জানতে চান ৷ তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত সঠিক কারণ জানতে পারেননি ৷

এরপর মেখলিগঞ্জে BDO অফিস সংলগ্ন চ্যাংরাবান্ধা সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা ৷ ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে, ভারত ও ভুটান থেকে বোল্ডার বোঝাই ট্রাক বাংলাদেশে পাঠানো হয়েছে । বাংলাদেশ থেকেও পণ্য নিয়ে ওই দেশ থেকে ট্রাক ভারতে ঢুকেছে । এরপর হঠাৎই বন্ধ হয়ে যায় বাণিজ্য পরিবহন ৷ কারণ মহকুমা প্রশাসনের তরফে বাণিজ্য বন্ধ রাখতে বলা হয় । কোরোনা পরিস্থিতির মধ্যে 78 দিন পর গতকাল সকালে 9 টা 30 মিনিট নাগাদ ভারত ও ভুটান সীমান্তের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাণিজ্য চালু হয় । কিন্তু 3 ঘণ্টা পর আচমকাই বন্ধ হয়ে যায় পরিবহণ ৷ এরপরই সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ী, ট্রাক চালক ও কর্মীরা ৷ এরপর ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

এবিষয়ে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমলকুমার ঘোষ বলেন, " প্রায় 3 ঘণ্টা বাণিজ্য চালু ছিল ৷ এরপর প্রশাসন থেকে বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে ৷ " এবিষয়ে মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং কোনও মন্তব্য করতে চাননি ।

কোচবিহার, 11 জুন : কোরোনা পরিস্থিতিতে কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে চালু হল বাণিজ্য ৷ তবে, বাণিজ্য চালু হওয়ার প্রায় 3 ঘণ্টা পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বাণিজ্য পরিবহন ৷ প্রতিবাদে সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যবসায়ী , ট্রাক চালক এবং কর্মীরা ৷ তবে ঠিক কী কারণে বন্ধ হল পরিবহন তা স্পট নয় ব্যবসায়ীদের কাছে ৷ ব্যবসায়ীদের প্রতিনিধিরা মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের কাছে এবিষয়ে জানতে চান ৷ তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত সঠিক কারণ জানতে পারেননি ৷

এরপর মেখলিগঞ্জে BDO অফিস সংলগ্ন চ্যাংরাবান্ধা সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা ৷ ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে, ভারত ও ভুটান থেকে বোল্ডার বোঝাই ট্রাক বাংলাদেশে পাঠানো হয়েছে । বাংলাদেশ থেকেও পণ্য নিয়ে ওই দেশ থেকে ট্রাক ভারতে ঢুকেছে । এরপর হঠাৎই বন্ধ হয়ে যায় বাণিজ্য পরিবহন ৷ কারণ মহকুমা প্রশাসনের তরফে বাণিজ্য বন্ধ রাখতে বলা হয় । কোরোনা পরিস্থিতির মধ্যে 78 দিন পর গতকাল সকালে 9 টা 30 মিনিট নাগাদ ভারত ও ভুটান সীমান্তের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাণিজ্য চালু হয় । কিন্তু 3 ঘণ্টা পর আচমকাই বন্ধ হয়ে যায় পরিবহণ ৷ এরপরই সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ী, ট্রাক চালক ও কর্মীরা ৷ এরপর ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

এবিষয়ে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমলকুমার ঘোষ বলেন, " প্রায় 3 ঘণ্টা বাণিজ্য চালু ছিল ৷ এরপর প্রশাসন থেকে বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে ৷ " এবিষয়ে মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.