ETV Bharat / state

চলতি অর্থবর্ষে ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ে কোচবিহার জেলা প্রশাসন

চলতি অর্থবর্ষে দেড় কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল কোচবিহার জেলা প্রশাসন । কিন্তু এখনও পর্যন্ত এক কোটি শ্রমদিবস তৈরি হওয়ায় কীভাবে লক্ষ্যমাত্রা পূরণ হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা ।

author img

By

Published : Feb 15, 2020, 4:45 AM IST

administration have doubts to achieve target of 100 days job scheme in Cooch Behar
চলতি অর্থবছরে ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রা পূরন করা নিয়ে সংশয়ে প্রশাসন

কোচবিহার, 15 ফেব্রুয়ারি : 100 দিনের কাজ প্রকল্পে গত তিন বছরে রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন ক্ষেত্রে কোচবিহার প্রথম স্থান দখল করেছিল । এরপরই চলতি অর্থবর্ষে দেড় কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেয় প্রশাসন । কিন্তু এখনও পর্যন্ত এক কোটি শ্রমদিবস তৈরি হওয়ায় কীভাবে লক্ষ্যমাত্রা পূরণ হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা । রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের পর থেকে এই জেলায় লাগাতার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে । এর ফলে 100 দিনের কাজে পিছিয়ে পড়েছে গোটা জেলা ।

লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক অশান্তির জেরে প্রায় তিন থেকে চার মাস কোচবিহার জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ সেভাবে হয়নি । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 10 ফেব্রুয়ারি পর্যন্ত 1কোটি 10 লাখ কর্মদিবস তৈরি হয়েছে । অর্থবর্ষ শেষ হতে বাকি প্রায় দেড় মাস । এই দেড়মাসে লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা ।

যদিও কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ বলেন, কাজের গতি বাড়ানো হয়েছে । প্রতিদিন গড়ে 90 হাজার থেকে 1 লাখ শ্রমদিবস তৈরি করা সম্ভব হচ্ছে । এই গতিতে চললে লক্ষ্যমাত্রা পূরণ হবে । পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, ‘‘লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই অশান্তি তৈরি করেছে BJP । যার ফলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ করা যায়নি ।’’ অভিযোগ অস্বীকার করে কোচবিহারের BJP-র জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ও নেতারা 100 দিনের কাজের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করেছে, তাই কাজ সেভাবে হয়নি ৷’’

কোচবিহার, 15 ফেব্রুয়ারি : 100 দিনের কাজ প্রকল্পে গত তিন বছরে রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন ক্ষেত্রে কোচবিহার প্রথম স্থান দখল করেছিল । এরপরই চলতি অর্থবর্ষে দেড় কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা নেয় প্রশাসন । কিন্তু এখনও পর্যন্ত এক কোটি শ্রমদিবস তৈরি হওয়ায় কীভাবে লক্ষ্যমাত্রা পূরণ হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা । রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা নির্বাচনের পর থেকে এই জেলায় লাগাতার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে । এর ফলে 100 দিনের কাজে পিছিয়ে পড়েছে গোটা জেলা ।

লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক অশান্তির জেরে প্রায় তিন থেকে চার মাস কোচবিহার জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ সেভাবে হয়নি । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, 10 ফেব্রুয়ারি পর্যন্ত 1কোটি 10 লাখ কর্মদিবস তৈরি হয়েছে । অর্থবর্ষ শেষ হতে বাকি প্রায় দেড় মাস । এই দেড়মাসে লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা ।

যদিও কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ বলেন, কাজের গতি বাড়ানো হয়েছে । প্রতিদিন গড়ে 90 হাজার থেকে 1 লাখ শ্রমদিবস তৈরি করা সম্ভব হচ্ছে । এই গতিতে চললে লক্ষ্যমাত্রা পূরণ হবে । পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, ‘‘লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই অশান্তি তৈরি করেছে BJP । যার ফলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ করা যায়নি ।’’ অভিযোগ অস্বীকার করে কোচবিহারের BJP-র জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ও নেতারা 100 দিনের কাজের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করেছে, তাই কাজ সেভাবে হয়নি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.