ETV Bharat / state

Minor Girl Rape: পাটক্ষেতে ছাগল আনতে গিয়ে প্রতিবেশী যুবকের লালসার শিকার নাবালিকা - নাবালিকা

পাট ক্ষেতের পাশে ছাগল আনতে গিয়েছিল এক নাবালিকা ৷ সেইসময় তাকে ধর্ষণ করে এক প্রতিবেশী যুবক ৷ এমনই অভিযোগ পরিবারের ৷

Minor Girl Rape
ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক
author img

By

Published : Jun 8, 2023, 7:42 PM IST

কোচবিহার, 8 জুন: পাটক্ষেতের পাশে বাঁধা ছিল ছাগল ৷ সেই ছাগল আনতে গিয়ে প্রতিবেশীর লালসার শিকার নাবালিকা ৷ অভিযুক্তকে ধরে চলল গণধোলাই ৷ কোচবিহারের মাথাভাঙার এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম স্বপন শীল শর্মা। তার বিরুদ্ধে বৃহস্পতিবার মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনার দু'দিন পরে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এলাকার 30 বছর বয়সি যুবক স্বপন শীল শর্মা যখন ওই নাবালিকা তার বাড়ির ছাগল আনতে পাট ক্ষেতের কাছে যায় ৷ নাবালিকা একাই গিয়েছিলেন সেখানে ৷ সেই সময়েই নাবালিকার একাকীত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক স্বপন শীল শর্মা নাবালিকাকে ধর্ষণ করে, এমনই অভিযোগ উঠেছে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে এই ঘটনার সময় নির্যাতিতা নাবালিকার পারিবারের লোকজনরা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ৷ তাই বাড়ির ছাগল আনতে পাশের জমিতে একাই যায় নির্যাতিতা। জমির পাশে যেতেই তাকে ধরে ফেলে অভিযুক্ত যুবক। অভিযোগ, সেখানেই ধর্ষণ করা হয় নাবলিকাকে। এরপর বাড়ির লোকজনরা ফিরে এলে নাবালিকা তাঁদের সবটা জানায় ৷ বুধবার রাতে অভিযুক্তকে ধরে পরিবারের লোকজনদের গণধোলাই। বৃহস্পতিবার সকালে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নাবালিকার পরিবার। তারপরই পুলিশের তরফে হস্তক্ষেপ করা হয় ৷

আরও পডুন: রূপ চেনাল দীর্ঘদিনের বন্ধু, রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার নাম করে কলেজ পড়ুয়াকে গণধর্ষণ শিলিগুড়িতে

নাবালিকার শারীরিক পরীক্ষা করানোর জন্য মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ পরিবারের তরফে এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ৷ এ বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, মাথাভাঙা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ৷

কোচবিহার, 8 জুন: পাটক্ষেতের পাশে বাঁধা ছিল ছাগল ৷ সেই ছাগল আনতে গিয়ে প্রতিবেশীর লালসার শিকার নাবালিকা ৷ অভিযুক্তকে ধরে চলল গণধোলাই ৷ কোচবিহারের মাথাভাঙার এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম স্বপন শীল শর্মা। তার বিরুদ্ধে বৃহস্পতিবার মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ঘটনার দু'দিন পরে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এলাকার 30 বছর বয়সি যুবক স্বপন শীল শর্মা যখন ওই নাবালিকা তার বাড়ির ছাগল আনতে পাট ক্ষেতের কাছে যায় ৷ নাবালিকা একাই গিয়েছিলেন সেখানে ৷ সেই সময়েই নাবালিকার একাকীত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক স্বপন শীল শর্মা নাবালিকাকে ধর্ষণ করে, এমনই অভিযোগ উঠেছে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে এই ঘটনার সময় নির্যাতিতা নাবালিকার পারিবারের লোকজনরা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ৷ তাই বাড়ির ছাগল আনতে পাশের জমিতে একাই যায় নির্যাতিতা। জমির পাশে যেতেই তাকে ধরে ফেলে অভিযুক্ত যুবক। অভিযোগ, সেখানেই ধর্ষণ করা হয় নাবলিকাকে। এরপর বাড়ির লোকজনরা ফিরে এলে নাবালিকা তাঁদের সবটা জানায় ৷ বুধবার রাতে অভিযুক্তকে ধরে পরিবারের লোকজনদের গণধোলাই। বৃহস্পতিবার সকালে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নাবালিকার পরিবার। তারপরই পুলিশের তরফে হস্তক্ষেপ করা হয় ৷

আরও পডুন: রূপ চেনাল দীর্ঘদিনের বন্ধু, রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার নাম করে কলেজ পড়ুয়াকে গণধর্ষণ শিলিগুড়িতে

নাবালিকার শারীরিক পরীক্ষা করানোর জন্য মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ পরিবারের তরফে এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে ৷ এ বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, মাথাভাঙা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.