ETV Bharat / state

কোচবিহারে 89 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 2 - মাথাভাঙ্গার নিশিগঞ্জ ফাঁড়ি থানা

গতকাল রাতে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার OC-সহ পুলিশ কর্তারা কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে ট্রাকটিতে তল্লাশি চালায় । ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় প্রায় 89 কেজি গাঁজার প্যাকেট। ঘটনাস্থানে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

coochbehar news
coochbehar news
author img

By

Published : Sep 18, 2020, 5:38 PM IST

কোচবিহার, 18 সেপ্টেম্বর : বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার জেলার মাথাভাঙার নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে অভিযান চালায় । উদ্ধার হয় প্রায় 89 কেজি গাঁজার প্যাকেট । গাঁজা পাচারের অভিযোগে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ।

পুলিশ সুত্রে খবর, ধৃতরা পণ্যবাহী ট্রাকের চালক এবং খালাসি । ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাঁদের দুজনের বাড়ি পঞ্জাবের পাতিয়ালায় । গতকাল রাতে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার OC-সহ পুলিশ কর্তারা কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে ট্রাকটিতে তল্লাশি চালায় । ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় প্রায় 89 কেজি গাঁজার প্যাকেট। ঘটনাস্থানে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

উল্লেখ্য, এর আগে কোচবিহারের নিশিগঞ্জ থানার পুলিশ অভিযান চলিয়ে কখনও সবজি বোঝাই মিনি ট্রাকে , পিকআপ গাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছে ৷ কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের বিরুদ্ধে NDPS আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কোচবিহার, 18 সেপ্টেম্বর : বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার জেলার মাথাভাঙার নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে অভিযান চালায় । উদ্ধার হয় প্রায় 89 কেজি গাঁজার প্যাকেট । গাঁজা পাচারের অভিযোগে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ।

পুলিশ সুত্রে খবর, ধৃতরা পণ্যবাহী ট্রাকের চালক এবং খালাসি । ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে তাঁদের দুজনের বাড়ি পঞ্জাবের পাতিয়ালায় । গতকাল রাতে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার OC-সহ পুলিশ কর্তারা কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কে ট্রাকটিতে তল্লাশি চালায় । ওই ট্রাক থেকে উদ্ধার করা হয় প্রায় 89 কেজি গাঁজার প্যাকেট। ঘটনাস্থানে দুজনকে গ্রেপ্তার করা হয় ৷

উল্লেখ্য, এর আগে কোচবিহারের নিশিগঞ্জ থানার পুলিশ অভিযান চলিয়ে কখনও সবজি বোঝাই মিনি ট্রাকে , পিকআপ গাড়ি থেকে গাঁজা উদ্ধার করেছে ৷ কোচবিহার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের বিরুদ্ধে NDPS আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.