শীতলকুচি, 25 এপ্রিল: তৃণমূলের 'নব জোয়ার কর্মসূচি' কোচবিহার থেকে শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার এখানে তাঁর দ্বিতীয় জনসভা ছিল কোচবিহারের সীমান্তবর্তী এলাকা সিতাইয়ের গোসানিমারিতে ৷ এই সভা থেকে বিএসএফের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ৷ একহাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও ৷
গোসানিমারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সীমান্তে বিএসএফ-এর জবরদস্তি, জুলুমবাজির সমাধান চাই । সীমান্তবর্তী এলাকায় মানুষদের চাষ করতে অসুবিধা হয়। পাট চাষে অসুবিধা হয়। কাশ্মীরের জঙ্গীদের যে অস্ত্র দিয়ে গুলি করা হয় সেই পেলেট গান দিয়ে 180টি গুলি করেছে বিএসএফ। ওই বন্দুক দিয়ে বামনহাটের দু'জনকে গুলি করেছে বিএসএফ । এই বিএসএফ বিজেপি'র অধীনে ৷ এদের মাথায় রয়েছেন নিশীথ প্রামাণিক । যাঁকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছেন ।"
অভিষেক আগেই জানিয়েছিলেন, সাধারণ মানুষের মতামত নিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল ৷ এদিনের সভা থেকেও একই কথা বলেছেন তিনি ৷ জানান, বিএসএফ-এর অত্যাচারের বিরুদ্ধে জবাব দিতে হবে । পঞ্চায়েত এমন লোক দাঁড় করাতে হবে যিনি তাঁর মাথা নত করবেন না । তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানুষের প্রার্থী হবে ।
রাজ্যে 2021 এর বিধানসভা নির্বাচনে যেহেতু বিজেপি হেরে গিয়েছে, তাই কেন্দ্র রাজ্যের প্রাপ্য 100 দিনের টাকা আটকে রেখেছে বলে এদিন অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিনের সভায় কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে অভিষেক আরও বলেন, "আগামী পঞ্চায়েতে নিজের অধিকার নিয়ে ভোট দেবেন । কেন্দ্র যদি টাকা না-দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাদ দেবেন, সেই লক্ষ্য নিয়ে ভোট দেবেন।" তাঁর কথায়, চারদিকে অশান্তি-হিংসার একটা পরিবেশ তৈরি করা হয়েছে ৷ এর বিরুদ্ধে ভোট দিতে হবে ৷ আগামী দিন দুয়ারে রেশন চালু হবে। এমন পঞ্চায়েত গড়তে হবে যাতে উন্নয়নে বাধা না হয়। এদিন সিতাইয়ের সভা থেকেও সাধারণ মানুষকে তাঁদের পছন্দের প্রার্থীর নাম জানানোর জন্য 7887778877 এই ফোন নম্বরটি দিয়েছেন তিনি ৷ আগামিতে রাজ্যের প্রাপ্য টাকা দিল্লি থেকে নিয়ে আসা হবে বলেও তিনি দাবি করেন ৷
আরও পড়ুন: পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে সাধারণের মধ্য়ে ব্যালট ও ফোন নম্বর বিলি অভিষেকের