কোচবিহার, 30 মার্চ: কপালে পরিয়ে দেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা । আর হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মাস্ক, সাবান । লকডাউন উপেক্ষা করে পথে বেরোনো মানুষদের সচেতন করতে এমনই পদক্ষেপ নিল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । এতে লজ্জা পেয়ে মানুষ বাইরে বেরোনো বন্ধ করবে বলে আশা ওই সংস্থার ।
কোরোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন । অথচ প্রয়োজনে-অপ্রয়োজনে লকডাউন উপেক্ষা করেই মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে । তাই কোরোনা মোকাবিলায় লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 'আস্থা ফাউন্ডেশন' নামে ওই সংগঠনের সদস্যরা কোচবিহার শহরের মরাপোড়া চৌপথি , পুলিশ লাইন, গুঞ্জবাড়ি সহ বেশ কিছু এলাকায় অকারণে পথে বেরোনো মানুষদের চন্দনের ফোঁটা পরিয়ে দেন। পাশাপাশি মাস্ক ও সাবান তুলে দেওয়া হয় ।
এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই থাকা উচিত সেবিষয়ে সচেতন করা হয় মানুষদের । এ নিয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে, “ কোরোনা ভাইরাসের মোকাবিলায় গোটা দেশে লকডাউন চললেও বহু মানুষ অপ্রয়োজনে রাস্তায় ঘুরছেন । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের তরফে সচেতন করা হলেও কাজ হচ্ছে না । তাদের লজ্জা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে ।“