কোচবিহার , 10 জুলাই : ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে জখম হলেন এক ব্যক্তি ৷ তাঁর নাম আমিন সোরেন (49) ৷ ঘটনাটি কোচবিহার জেলার বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকার ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে চিকিৎসাধীন তিনি ৷
আরও পড়ুন : "দিদিকে বলো"-তে সব চাহিদা পূরণ সম্ভব নয়, বলছেন চিরঞ্জিত
আমিন শ্রীরামপুরের বাসিন্দা ৷ আজ সকালে বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকায় সাপ ধরতে যান তিনি ৷ সেই সময় তাঁর সঙ্গে থাকা বস্তা ও ছুরি দেখে এলাকার মানুষদের সন্দেহ হয় ৷ জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা ৷ আমিনের কথায় অসংগতি মনে করে, তাঁকে ব্যাপক মারধর করা হয় ৷ জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷
এই বিষয়ে আমিন সোরেন বলেন, " আজ সকালবেলা গুই সাপ ধরতে একটি বস্তা ও ছুড়ি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলাম । তা দেখে স্থানীয় বাসিন্দাদের ছেলেধরা সন্দেহ হয় । এরপরই মারধর করা হয় আমাকে৷ " ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ । ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চায়নি ।