ETV Bharat / state

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে জখম হলেন ব্যক্তি - Cooch Behar

কোচবিহারে ছেলেধরা সন্দেহে মারধর করা হল এক ব্যক্তিকে ৷ গুরুতর জখম অবস্থায় তিনি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : Aug 10, 2019, 11:15 PM IST

কোচবিহার , 10 জুলাই : ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে জখম হলেন এক ব্যক্তি ৷ তাঁর নাম আমিন সোরেন (49) ৷ ঘটনাটি কোচবিহার জেলার বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকার ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে চিকিৎসাধীন তিনি ৷

আরও পড়ুন : "দিদিকে বলো"-তে সব চাহিদা পূরণ সম্ভব নয়, বলছেন চিরঞ্জিত

আমিন শ্রীরামপুরের বাসিন্দা ৷ আজ সকালে বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকায় সাপ ধরতে যান তিনি ৷ সেই সময় তাঁর সঙ্গে থাকা বস্তা ও ছুরি দেখে এলাকার মানুষদের সন্দেহ হয় ৷ জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা ৷ আমিনের কথায় অসংগতি মনে করে, তাঁকে ব্যাপক মারধর করা হয় ৷ জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷

এই বিষয়ে আমিন সোরেন বলেন, " আজ সকালবেলা গুই সাপ ধরতে একটি বস্তা ও ছুড়ি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলাম । তা দেখে স্থানীয় বাসিন্দাদের ছেলেধরা সন্দেহ হয় । এরপরই মারধর করা হয় আমাকে৷ " ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ । ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চায়নি ।

কোচবিহার , 10 জুলাই : ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে জখম হলেন এক ব্যক্তি ৷ তাঁর নাম আমিন সোরেন (49) ৷ ঘটনাটি কোচবিহার জেলার বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকার ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে চিকিৎসাধীন তিনি ৷

আরও পড়ুন : "দিদিকে বলো"-তে সব চাহিদা পূরণ সম্ভব নয়, বলছেন চিরঞ্জিত

আমিন শ্রীরামপুরের বাসিন্দা ৷ আজ সকালে বানেশ্বর সিদ্ধেশ্বরী এলাকায় সাপ ধরতে যান তিনি ৷ সেই সময় তাঁর সঙ্গে থাকা বস্তা ও ছুরি দেখে এলাকার মানুষদের সন্দেহ হয় ৷ জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা ৷ আমিনের কথায় অসংগতি মনে করে, তাঁকে ব্যাপক মারধর করা হয় ৷ জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ৷

এই বিষয়ে আমিন সোরেন বলেন, " আজ সকালবেলা গুই সাপ ধরতে একটি বস্তা ও ছুড়ি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলাম । তা দেখে স্থানীয় বাসিন্দাদের ছেলেধরা সন্দেহ হয় । এরপরই মারধর করা হয় আমাকে৷ " ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ । ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দারা মুখ খুলতে চায়নি ।

Intro:
কোচবিহার ঃ ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে জখম হল এক ব্যাক্তি। আজ সকালে কোচবিহার জেলার বানেশ্বর সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটেছে গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
জানা গিয়েছে এদিন সকালে শ্রীরাম পুরের বাসিন্দা জনৈক ব্যক্তি বানেশ্বর এর সিদ্ধেশ্বরী এলাকায় একটি গুই সাপ ধরতে যান। সেই সময় তার পিঠে একটি বস্তা ও হাতে ধরাল ছুরি দেখে এলাকার লোকেদের সন্দেহ হয়। এরপর তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। তাকে ব্যাপক মারধর করা হয় গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনার পর থেকে বাসিন্দারা মুখ খুলতে চায়নি। শ্রীরাম পুরের বাসিন্দা ওই ব্যাক্তি জানান সকালবেলা গুই সাপ ধরতে একটি বস্তা ও হাতে চুড়ি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলাম। সেসময় স্থানীয় বাসিন্দাদের ছেলেধরা সন্দেহ হয়। তাকে ধরে মারধর করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ী থানা পুলিশ।# Body:wb_crb_02_ganapituni_vis_7205341Conclusion:wb_crb_02_ganapituni_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.