ETV Bharat / state

সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোয় কোচবিহারে আটক ব্যক্তি - কোচবিহারে আটক এক ব্যক্তি

রবিবার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়।

Corona rumors on social media
সোশাল মিডিয়ায়
author img

By

Published : Mar 16, 2020, 4:48 PM IST

Updated : Mar 16, 2020, 5:05 PM IST

কোচবিহার, 16 মার্চ: সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর জেরে এক ব্যক্তিকে আটক করল কোতয়ালি থানার পুলিশ। রবিবার রাতে সুব্রত সাহা নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বাড়ি কোচবিহার শহরের কলাবাগান এলাকায়। যদিও পরে পুলিশের কাছে মুচলেকা দেওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

রবিবার রাতে কোরোনা সন্দেহে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চাশোর্ধ এক মহিলা ভরতি হন। এই ঘটনা জানাজানি হতেই কলাবাগান এলাকার বাসিন্দা সুব্রত সাহা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন৷ সেখানে তিনি লেখেন, "সৌদি আরব থেকে আগত এক কোরোনা ভাইরাস আক্রান্ত রোগী কোচবিহার হাসপাতালে ভরতি।" এই পোস্টেই আতঙ্ক ছড়ায় কোচবিহারে৷ ঘটনার কথা জানতে পেরে রাতেই ওই ব্যক্তিকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে নেশাগ্রস্ত অবস্থায় গোটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন জানিয়ে পরে সুব্রত সাহা নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন৷ সেখানে ক্ষমাও চান তিনি।

কোচবিহার, 16 মার্চ: সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর জেরে এক ব্যক্তিকে আটক করল কোতয়ালি থানার পুলিশ। রবিবার রাতে সুব্রত সাহা নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বাড়ি কোচবিহার শহরের কলাবাগান এলাকায়। যদিও পরে পুলিশের কাছে মুচলেকা দেওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

রবিবার রাতে কোরোনা সন্দেহে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চাশোর্ধ এক মহিলা ভরতি হন। এই ঘটনা জানাজানি হতেই কলাবাগান এলাকার বাসিন্দা সুব্রত সাহা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন৷ সেখানে তিনি লেখেন, "সৌদি আরব থেকে আগত এক কোরোনা ভাইরাস আক্রান্ত রোগী কোচবিহার হাসপাতালে ভরতি।" এই পোস্টেই আতঙ্ক ছড়ায় কোচবিহারে৷ ঘটনার কথা জানতে পেরে রাতেই ওই ব্যক্তিকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে নেশাগ্রস্ত অবস্থায় গোটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন জানিয়ে পরে সুব্রত সাহা নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন৷ সেখানে ক্ষমাও চান তিনি।

Last Updated : Mar 16, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.