কোচবিহার , 29 মে : কোরোনা উপসর্গ নিয়ে একদিনে কোচবিহারের কোরোনা হাসপাতালে ভরতি হলেন 58 জন । অধিকাংশই দিনহাটা মহকুমার বাসিন্দা । এনিয়ে কোরোনা হাসপাতালে 84 জন রোগী চিকিৎসাধীন । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন , আগাম সতর্কতা হিসেবে আজ 58 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
কোচবিহারে এখনও পর্যন্ত দু‘জন কোরোনা আক্রান্ত । তাঁদের মধ্যে একজনের ভিনরাজ্য থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে । পরে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । পরবর্তীতে ওই যুবকের বাবার রিপোর্টও পজ়িটিভ আসে । বর্তমানে ওই ব্যক্তি শিলিগুড়ি কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন । অন্যদিকে জেলায় সংগৃহীত সোয়াবের নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়িতে পাঠানো হয়েছে । শুক্রবার পর্যন্ত 1 হাজার 997 জনের রিপোর্ট আসা বাকি ৷ বেশ কয়েকদিন ধরেই রিপোর্ট কোচবিহারে না আসায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । এরই মধ্যে শুক্রবার কোচবিহারে 58 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে বিভিন্ন মহলে খবর ছড়ায় ৷ তাঁদের মধ্যে 32 জন দিনহাটা মহকুমার বাসিন্দা । এনিয়ে আতঙ্ক ছড়ায় জেলাজুড়ে । যদিও এনিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি জেলা স্বাস্থ্য বিভাগ ৷
যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন , “মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে না । প্রয়োজনে এবার লাঠি হাতে রাস্তায় নামব । ”