ETV Bharat / state

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ - police

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 18, 2019, 3:02 AM IST

কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত হিরম্বর রায় কারজি নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার।

গতকাল বিকেলে চকোলেটের লোভ দেখিয়ে নিতাকে (শিশুর নাম পরিবর্তিত) নিজের বাড়ি নিয়ে যায় হিরম্বর। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেখানেই তাকে ধর্ষণ করে। নিতার চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা হিরম্বরের বাড়িতে যায়। স্থানীয়দের দেখে ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত।

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নিতাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর হিরম্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মেখলিগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোচবিহার, ১৮ ফেব্রুয়ারি : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত হিরম্বর রায় কারজি নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার।

গতকাল বিকেলে চকোলেটের লোভ দেখিয়ে নিতাকে (শিশুর নাম পরিবর্তিত) নিজের বাড়ি নিয়ে যায় হিরম্বর। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেখানেই তাকে ধর্ষণ করে। নিতার চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা হিরম্বরের বাড়িতে যায়। স্থানীয়দের দেখে ঘটনাস্থান থেকে চম্পট দেয় অভিযুক্ত।

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নিতাকে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর হিরম্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মেখলিগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Haridwar (Uttarakhand), Feb 17 (ANI): Candlelight march was held at Patanjali Yogpeeth Uttarakhand's Haridwar on Sunday. Founder of Patanjali Yogpeeth Acharya Balkrishna also participated. The candlelight march was held to pay tribute to CRPF jawans who lost their lives in Pulwama terror attack. As many as 40 CRPF personnel lost their lives in the IED attack in Pulwama on February 14.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.