কোচবিহার, 17 জুলাই: কোচবিহার জেলাপ্রশাসনের 5 শীর্ষ আধিকারিক ও কর্মীর শরীরে সংক্রমণের খবর আসতেই বন্ধ করে দেওয়া হল কোচবিহার জেলাশাসকের কার্যালয়। পাশাপাশি আজ সংক্রমণ মুক্ত করা হয় ওই কার্যালয়টিকে। তবে,আক্রান্তদের কোনও উপসর্গ না থাকায় তাদের বাড়িতেই আইসোলেট করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন,"আজ 8 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে 5 জন আধিকারিক ও 3 জন কর্মী। এরা সকলে কোভিড ডিউটিতে কর্মরত ছিলেন।"
কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এখনো পর্যন্ত 16827 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে 15552 জনের নমুনার রিপোর্ট এসেছে। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা 378 জন। ইতিমধ্যে 319 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
কোচবিহার জেলাপ্রশাসনের 5 শীর্ষ আধিকারিক ও কর্মীর শরীরে সংক্রমণ , বন্ধ কার্যালয়
নতুন করে কোচবিহারে 8 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে 5 জন জেলাপ্রশাসনের আধিকারিক। এই ঘটনা জানাজানি হতেই কোচবিহারের জেলাশাসকের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
কোচবিহার, 17 জুলাই: কোচবিহার জেলাপ্রশাসনের 5 শীর্ষ আধিকারিক ও কর্মীর শরীরে সংক্রমণের খবর আসতেই বন্ধ করে দেওয়া হল কোচবিহার জেলাশাসকের কার্যালয়। পাশাপাশি আজ সংক্রমণ মুক্ত করা হয় ওই কার্যালয়টিকে। তবে,আক্রান্তদের কোনও উপসর্গ না থাকায় তাদের বাড়িতেই আইসোলেট করা হয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন,"আজ 8 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে 5 জন আধিকারিক ও 3 জন কর্মী। এরা সকলে কোভিড ডিউটিতে কর্মরত ছিলেন।"
কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এখনো পর্যন্ত 16827 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে 15552 জনের নমুনার রিপোর্ট এসেছে। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা 378 জন। ইতিমধ্যে 319 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।