কোচবিহার, 9 ফেব্রুযারি : পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার পৌরসভার দুই বাম কাউন্সিলরসহ চার কাউন্সিলর । গতকাল কোচবিহারের একটি হোটেলে 13, 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে রমাপদ গুপ্ত চৌধুরি, গৌতম বড়ুয়া, শম্পা রায় ও তপন ঘোষ তৃণমূলে নাম লেখান। রমাপতিবাবু CPI(M)-র কাউন্সিলর, গৌতমবাবু ও শম্পা রায় নির্দল ও তপনবাবু ফরওয়ার্ড ব্লক থেকে গত পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন । যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ, তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষসহ জেলার নেতারা।
কোচবিহার পৌরসভায় 20টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে 10টি ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে । ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় নয়জন কাউন্সিলর ছিল তৃণমূলের দখলে । এরই মধ্যে চারজন দলে যোগ দেওয়ায় মোট 13 জন কাউন্সিলর হল তৃণমূলের । বাকিগুলি বামেদের দখলেই রইল ।
কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, "আজ চার কাউন্সিলর তৃনমূলে যোগ দিল ৷" যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে BJP । BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর অভিযোগ, সম্প্রতি কোচবিহার পৌরসভায় নিয়োগ হয়েছে । সেই নিয়োগে এই চার কাউন্সিলের আত্মীয়রা চাকরি পেয়েছে । তার বিনিময়ে আজ ওই চারজন তৃণমূলে নাম লেখাল ৷