ETV Bharat / state

পৌর নির্বাচনের আগে দলবদল, তৃণমূলে যোগ 4 কাউন্সিলরের

কোচবিহারে পৌরসভার নির্বাচনের আগে তৃণমূলে যোগদান দুই বাম বাউন্সিলরসহ চার কাউন্সিলরের ৷ BJP-র দাবি, সম্প্রতি কোচবিহার পৌরসভায় নিয়োগ হয়েছে । সেই নিয়োগে এই চার কাউন্সিলের আত্মীয়রা চাকরি পেয়েছে । তার বিনিময়ে তৃণমূলে যোগ দেন ওই চারজন ৷

cooch behar municipality
TMC join
author img

By

Published : Feb 9, 2020, 5:55 AM IST

কোচবিহার, 9 ফেব্রুযারি : পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার পৌরসভার দুই বাম কাউন্সিলরসহ চার কাউন্সিলর । গতকাল কোচবিহারের একটি হোটেলে 13, 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে রমাপদ গুপ্ত চৌধুরি, গৌতম বড়ুয়া, শম্পা রায় ও তপন ঘোষ তৃণমূলে নাম লেখান। রমাপতিবাবু CPI(M)-র কাউন্সিলর, গৌতমবাবু ও শম্পা রায় নির্দল ও তপনবাবু ফরওয়ার্ড ব্লক থেকে গত পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন । যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ, তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষসহ জেলার নেতারা।

কোচবিহার পৌরসভায় 20টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে 10টি ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে । ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় নয়জন কাউন্সিলর ছিল তৃণমূলের দখলে । এরই মধ্যে চারজন দলে যোগ দেওয়ায় মোট 13 জন কাউন্সিলর হল তৃণমূলের । বাকিগুলি বামেদের দখলেই রইল ।

কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, "আজ চার কাউন্সিলর তৃনমূলে যোগ দিল ৷" যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে BJP । BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর অভিযোগ, সম্প্রতি কোচবিহার পৌরসভায় নিয়োগ হয়েছে । সেই নিয়োগে এই চার কাউন্সিলের আত্মীয়রা চাকরি পেয়েছে । তার বিনিময়ে আজ ওই চারজন তৃণমূলে নাম লেখাল ৷

কোচবিহার, 9 ফেব্রুযারি : পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার পৌরসভার দুই বাম কাউন্সিলরসহ চার কাউন্সিলর । গতকাল কোচবিহারের একটি হোটেলে 13, 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যথাক্রমে রমাপদ গুপ্ত চৌধুরি, গৌতম বড়ুয়া, শম্পা রায় ও তপন ঘোষ তৃণমূলে নাম লেখান। রমাপতিবাবু CPI(M)-র কাউন্সিলর, গৌতমবাবু ও শম্পা রায় নির্দল ও তপনবাবু ফরওয়ার্ড ব্লক থেকে গত পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন । যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ, তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষসহ জেলার নেতারা।

কোচবিহার পৌরসভায় 20টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে 10টি ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে । ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মারা যাওয়ায় নয়জন কাউন্সিলর ছিল তৃণমূলের দখলে । এরই মধ্যে চারজন দলে যোগ দেওয়ায় মোট 13 জন কাউন্সিলর হল তৃণমূলের । বাকিগুলি বামেদের দখলেই রইল ।

কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, "আজ চার কাউন্সিলর তৃনমূলে যোগ দিল ৷" যদিও এই যোগদানকে কটাক্ষ করেছে BJP । BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর অভিযোগ, সম্প্রতি কোচবিহার পৌরসভায় নিয়োগ হয়েছে । সেই নিয়োগে এই চার কাউন্সিলের আত্মীয়রা চাকরি পেয়েছে । তার বিনিময়ে আজ ওই চারজন তৃণমূলে নাম লেখাল ৷

Intro:

কোচবিহারঃ পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার পুরসভার দুই বাম কাউন্সিলার সহ চার কাউন্সিলর। শনিবার কোচবিহারের একটি হোটেলে ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যথাক্রমে রমাপদ গুপ্তচৌধুরী, গৌতম বড়ুয়া, শম্পা রায় ও তপন ঘোষ তৃণমূলে যোগ দেন। রমাপতিবাবু সিপিএম, গৌতমবাবু ও শম্পাদেবী নির্দল ও তপনবাবু ফরওয়ার্ড ব্লক থেকে গত পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এদিনের যোগদান কর্মসূচিতে দলের জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

কোচবিহার পৌরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। তারমধ্যে ১০টি ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে। ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মারা যাওয়ায় নয়জন কাউন্সিলার ছিল তৃণমূলের দখলে। এরই মধ্যে চারজন দলে যোগ দেওয়ায় মোট ১৩জন কাউন্সিলার হল তৃণমূলের। বাকিগুলি বামেদের দখলেই রইল।কোচবিহার জেলা তৃনমুল এর সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন বলেন, এদিন চার কাউন্সিলর তৃনমূলে যোগ দিল। যদিও কাউন্সিলরের এই যোগদান কে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, সম্প্রতি কোচবিহার পৌরসভায় নিয়োগ হয়েছে। সেই নিয়োগে এই চার কাউন্সিলের নিকটাত্মীয়রা চাকরি পেয়েছে। তার বিনিময়ে আজ তারা তৃণমূলে যোগ দিলো # শুভঙ্কর সাহা ।। Body:wb_crb_04_councillor join_7205341Conclusion:wb_crb_04_councillor join_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.