কোচবিহার, 21 অক্টোবর : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল সিতাই ব্লকের হরিপুর এলাকা । দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত তিনজন জখম হয়েছেন । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ৷
এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্র উত্তপ্ত রয়েছে । বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় বেশ কিছু সংঘর্ষ ঘটলেও নির্বাচনের পর বিজেপি কর্মীরা বিভিন্ন গ্রামে আক্রান্ত হয়েছেন । মাঝে বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বৃস্পতিবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ সুকুমার দাস নামে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় । তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং বাড়িতে বোমাবাজির করা হয় বলে অভিযোগ । তাঁকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আরও দুই জখমকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সংঘর্ষের ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে । কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুয়ে সুকুমার দাস বলেন, "তৃণমূল কর্মীরা হঠাৎ করে বাড়িতে এসে হুমকি দিতে শুরু করে । মারধর করে ।"
বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "বিধানসভা নির্বাচনের পর থেকেই গোটা জেলা জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে । এদিন সিতাইতে বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ।" যদিও তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, "অভিযোগ ভিত্তিহীন, বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের মারধর করেছে । দিনহাটা মহকুমা হাসপাতালে দু'জন ভর্তি রয়েছে ।" কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানুরাজ বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"
আরও পড়ুন : Dinhata Bye Election : বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় প্রচার দিনহাটার বিজেপি প্রার্থীর