সিতাই, 12 নভেম্বর : বিএসএফের গুলিতে মৃত্যু হল তিন গরুপাচারকারীর । শুক্রবার ভোররাতে কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের ভাণ্ডারী বিএসএফ ক্যাম্প এলাকায় ঘটে ঘটনাটি । জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুই বাংলাদেশি এবং একজন ভারতীয় গরুপাচারকারী রয়েছে ৷ ভারতীয় পাচারকারীর নাম প্রকাশ বর্মন ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে চামটা এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হচ্ছিল । সেইসময় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন ৷ পাচারকারীদের তাঁরা থামতে বললে হামলা চালায় দুষ্কৃতীরা । আত্মরক্ষার্থে বিএসএফ পাল্টা গুলি চালালে তিনজনের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিতাই থানার পুলিশ ।
সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "এদিন ভোররাতে ভাণ্ডারী এলাকায় বিএসএফের গুলিতে 3 জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে দু'জন বাংলাদেশের বাসিন্দা । একজন ভারতীয় ।" কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানু রাজ বলেন, "সিতাইতে 3 জনের মৃত্যু হয়েছে । পুলিশ ঘটনাস্থলে রয়েছে । গোটা ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।"
আরও পড়ুন : Accident : বাস ও সবজি বোঝাই ভ্যানের সংঘর্ষে দিঘায় মৃত 2, আহত 18