ETV Bharat / state

কোচবিহারে বাইসনের তাণ্ডব, তছনছ ফসল - পাতলাখাওয়া জঙ্গল

কোচবিহারের ঘোকসাডাঙ্গায় 3টি বাইসনের তাণ্ডবের জেরে আতঙ্ক ছড়ায় গ্রামগুলিতে ৷ যদিও এখনও পর্যন্ত কারও জখম হওয়ার খবর মেলেনি ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় বন দফতরের কর্মীরা ৷ কিন্তু এখনও পর্যন্ত বাইসনগুলিকে ঘুম পাড়ানি ওষুধ দিতে পারেননি তাঁরা ৷

কোচবিহারে বাইসনের তান্ডব
কোচবিহারে বাইসনের তান্ডব
author img

By

Published : May 11, 2021, 1:01 PM IST

কোচবিহার, 11 মে : জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে দলছুট তিনটি বাইসন ৷ ফসল ভর্তি ক্ষেতগুলিতে কার্যত তাণ্ডব চালায় তারা ৷ আজ সকালে বাইসনের এহেন তাণ্ডব দেখে আকঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ৷ যদিও এখনও পর্যন্ত কারও জখম হওয়ার খবর মেলেনি ৷ কোচবিহারের ঘোকসাডাঙ্গার ঘটনা ৷

বাইসনের তাণ্ডবের দৃশ্য দেখে স্থানীয়দের একাংশ লাঠিসোটা নিয়ে সেগুলিকে তাড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ এখনও সেগুলি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের ৷ আজ সকালে বাইসনের আক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি হয়ে যান তাঁরা ৷ মূলত জঙ্গলে খাবারের অভাবে বাইসনগুলি জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে তাণ্ডব চালায় বলে দাবি তাদের ৷

আরও পড়ুন : উইলোর পরিবর্তে বাঁশের ক্রিকেট ব্যাট !

বন দফতরের প্রাথমিক অনুমান, লোকালয় লাগোয়া চিলাপাতা অথবা পাতলাখাওয়া জঙ্গল থেকে বাইসনগুলো বেরিয়ে এসেছে । মূলত খাবারের অভাবেই তারা লোকালয়ে ঢুকে পড়েছে ৷ যদিও এখনও পর্যন্ত তাদের ট্র্যাঙ্কুইলাইজ করতে পারেননি বন দফতরের কর্মীরা ৷ প্রসঙ্গত, মাসখানেক আগেই এই এলাকায় দুটি বাইসন ঢুকে পড়ে ৷ তাণ্ডব চালায় তারা ৷ তার জেরে একাধিক গবাদিপশু ও গ্রামবাসীও আহত হন ৷ যদিও পরে বনদফতরের কর্মীরা এসে বাইসন দুটিকে ট্রাঙ্কুইলাইজ করে পাতলাখাওয়ার জঙ্গলে ছেড়ে দেন।

কোচবিহার, 11 মে : জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে দলছুট তিনটি বাইসন ৷ ফসল ভর্তি ক্ষেতগুলিতে কার্যত তাণ্ডব চালায় তারা ৷ আজ সকালে বাইসনের এহেন তাণ্ডব দেখে আকঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী ৷ যদিও এখনও পর্যন্ত কারও জখম হওয়ার খবর মেলেনি ৷ কোচবিহারের ঘোকসাডাঙ্গার ঘটনা ৷

বাইসনের তাণ্ডবের দৃশ্য দেখে স্থানীয়দের একাংশ লাঠিসোটা নিয়ে সেগুলিকে তাড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ এখনও সেগুলি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের ৷ আজ সকালে বাইসনের আক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি হয়ে যান তাঁরা ৷ মূলত জঙ্গলে খাবারের অভাবে বাইসনগুলি জঙ্গল লাগোয়া এলাকায় ঢুকে পড়ে তাণ্ডব চালায় বলে দাবি তাদের ৷

আরও পড়ুন : উইলোর পরিবর্তে বাঁশের ক্রিকেট ব্যাট !

বন দফতরের প্রাথমিক অনুমান, লোকালয় লাগোয়া চিলাপাতা অথবা পাতলাখাওয়া জঙ্গল থেকে বাইসনগুলো বেরিয়ে এসেছে । মূলত খাবারের অভাবেই তারা লোকালয়ে ঢুকে পড়েছে ৷ যদিও এখনও পর্যন্ত তাদের ট্র্যাঙ্কুইলাইজ করতে পারেননি বন দফতরের কর্মীরা ৷ প্রসঙ্গত, মাসখানেক আগেই এই এলাকায় দুটি বাইসন ঢুকে পড়ে ৷ তাণ্ডব চালায় তারা ৷ তার জেরে একাধিক গবাদিপশু ও গ্রামবাসীও আহত হন ৷ যদিও পরে বনদফতরের কর্মীরা এসে বাইসন দুটিকে ট্রাঙ্কুইলাইজ করে পাতলাখাওয়ার জঙ্গলে ছেড়ে দেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.